শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

SUST Admission Test এর ম্যাথ প্রশ্ন IDEA

প্রতি বছরই SUST Admission Test এর ম্যাথ প্রশ্ন অন্য সকল বিশ্ববিদ্যালয়ের ম্যাথ প্রশ্ন থেকে আলাদা হয়। তবে SUST Admission Test এর ম্যাথ প্রশ্নগুলো যতটা কঠিন মনে হয় ততটা কঠিন নয়, এই প্রশ্নগুলো যথেষ্ট ট্রিকি এবং কনসেপ্টচুয়াল হয়। SUST Admission Test এ ম্যাথে ভালো করতে হলে প্রতিটি টপিক সম্পর্কে সঠিক ধারনা থাকা লাগবেই, সেই সাথে দরকার প্রচুর পরিমানে প্র্যাকটিস। এছারাও কিছু টপিক থেকে SUST এ সব সময় প্রশ্ন আসে, সেই টপিকগুলোর উপরে যথার্থ দক্ষতা থাকতেই হবে।
🗣মনে রাখবে নিয়মিতভাবে অনুশীলন করলেই তুমি ভালো করতে পারবে।।।
🗣তোমাদের সুবিধার্থে ম্যাথের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিচে উল্লেখ করলামঃ
👉উচ্চতর গনিত প্রথম পত্রঃ
....….........................................
a)সরলরেখা***
b) বৃত্ত
c)বিন্যাস-সমাবেস***
d)ত্রিকোনোমিতি***
e)লিমিট***
f)ডিফারেন্সিয়েসন ও ইন্টিগ্রেশন***
👉উচ্চতর গনিত ২য় পত্রঃ
................................................
a)বহুপদী সমীকরণ***
b)দ্বীপদী বিস্তৃতি***
c)ইনভার্স সার্কুলার ফাংশন
d)সম্ভাব্যতা***
e)সমতা বিধান
f)জটিল সংখ্যা
বিঃদ্রঃ যেগুলোর পাশে তিন স্টার দেওয়া হয়েছে ঐ টপিকগুলা থেকে অবশ্যই প্রশ্ন আসবে।। এই টপিকগুলো ভালো ভাবে আয়ত্ত করতে হবে। এই টপিকগুলোর উপর বেশি বেশি প্রশ্ন সমাধান করতে হবে।।
সবার জন্য শুভ কামনা 😇😇
Mohammed Shohel Rana
Department of Mechanical Engineering
Shahjalal University of Science and Technology, Sylhet

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.