শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভর্তি পরীক্ষা কেন্দ্রের লোকেশন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভর্তি পরীক্ষা কেন্দ্রের লোকেশনঃ
বাস বা ট্রেন তোমাদের নামিয়ে দিবে কদমতলী নামক জায়গায়।
এখান থেকে তোমরা সরাসরি সিএনজি নিয়ে চলে আসতে
পারো ভার্সিটি গেইট বা যেতে পারো যেখানে তুমি যেতে
চাও। ভাড়া ১২০-১৮০টাকা নিতে পারে ভার্সিটি গেইট [১২০ টাকা
.
লিগ্যাল, এক্সামের আমেজে ১৮০ টাকা পর্যন্ত নিতে পারে।
এভাবে এখন থেকে যতগুলো ভাড়া দিব, সবগুলোর প্রথমটা
হচ্ছে লিগ্যাল আর দ্বিতীয়টা হচ্ছে হাইয়েস্ট]। আর যদি কিছু কম
খরচে আসতে চাও,এখান থেকে তোমাদের বন্দরে
আসতে হবে। পায়ে হেটে আসলে ১৫ থেকে ২০ মিনিট
লাগবে, ডিস্টেন্স আধা কিলোর কম, রিক্সা ভাড়া ২৫-৪০ টাকা।
বন্দর থেকে কিছু সিএনজি সরাসরি ভার্সিটির দিকে যাত্রীসেবা
দেয়, যাত্রী প্রতি ১৫টাকা ফিক্সট। এটায় করে আসতে পারো।
অথবা কদমতলী থেকে সরাসরি রিক্সায় ভার্সিটি আসলে ৭০
থেকে ১০০ টাকা নিবে।
বাস ও ট্রেন স্টেশন
থেকে ডিরেক্ট রিক্সা নিয়ে আসা যাবে।ভাড়া লাগতে পারে
৩৫-৫৫/=। রিক্সাওয়ালা ভাই কে বললেই হবে মাজার গেইট এ যাবা
। উনি ঠিকঠাক নামিয়ে দিবেন। আম্বরখানা যেতে লাগবে তোমার
৪০-৬০ টাকা।
খাওয়ার ব্যাপারে কারো সমস্যা হওয়ার কথা না। মাজার গেইট বা
আম্বরখানায় যারা উঠবা তারা মাজার গেইট এ গেলেই দেখতে পারবা
সারি ধরে অনেকগুলো রেঁস্তোরা একসাথে।
.
এখন আসা যাক ভর্তি পরীক্ষা কেন্দ্রের লোকেশনের
ক্ষেত্রেঃ
মদিনা মার্কেট হল ভার্সিটি গেট ও আম্বরখানার ঠিক মাঝের একটা স্থান। ২দিক থেকেই সিএনজিতে ভাড়া ৫/১০ টাকা। বন্দর থেকে সিএনজিতে ১০-১৫টাকা ভাড়া। কদমতলি থেকে সরাসরি আসতে চাইলে রিক্সা ভাড়া ৫০টাকা।
এখানে আমি ভার্সিটি গেট, আম্বরখানা ও বন্দর থেকে কিভাবে সেন্টার গুলোতে যাবে সেটা বলব।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (এর মধ্যেই শিক্ষা ভবন A,B,C,D,E, ওয়াজেদ আলি IICT ভবন এবং বিশ্ববিদ্যালয় স্কুল)
মদন মোহন কলেজ (মূল ক্যাম্পাস) - লামাবাজার। আম্বরখানা থেকে ১৫টাকা রিক্সা ভাড়া।অথবা ভার্সিটি থেকে বন্দরের সিএনজি তে উঠলে কলেজ গেটে নামিয়ে দিবে। ভাড়া ১০/১৫টাকা। আর বন্দর থেকেও লাইনের সিএনজিতে আসতে পারবে।
মদন মোহন কলেজ (তারাপুর ক্যাম্পাস) - ভার্সিটি থেকে মদিনা মার্কেট এসে আম্বরখানার দিকে একটু হাঁটলে হাতের বামের রাস্তায় ঢুকে এগিয়ে যেতে হবে (রাগিব আলী মেডিকেলের গলি যাকে বলে, রাগিব আলী মেডিক্যাল পার হয়ে) অথবা আম্বরখানা থেকে পাঠানঠুলা পয়েন্টে নেমে হাতের ডানের রাস্তায় কিছু দূর হেটে যেতে হবে। ফুলকলি দোকানের পাশ দিয়ে।মেইন রোড থেকে একটু ভিতরে, রিক্সা নিতে পারো।
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ - মদিনা মার্কেট থেকে আম্বরখানার দিকে একটু হাঁটলে হাতের বামের রাস্তায় ঢুকে এগিয়ে যেতে হবে (রাগিব আলী মেডিকেলের গলি যাকে বলে) অথবা আম্বরখানা থেকে পাঠানঠুলা পয়েন্ট এ নেমে হাতের ডানের রাস্তায় একটু হাঁটলেই পেয়ে যাবে। ফুলকলি দোকানের পাশ দিয়ে। গুগল ম্যাপে লোকেশন ( 24.914008, 91.852232 )
সিলেট সরকারী মহিলা কলেজ - এটা চৌহাট্টা পয়েন্টেই। আম্বরখানা থেকে হেটেই আসা যায়। কদমতলি থেকে রিক্সা বা সিএনজি।
সরকারি আলিয়া মাদ্রাসাঃ চৌহাট্টা। আম্বরখানা থেকে হেটেই আসা যায়। রিক্সা ১০টাকা। বন্দর থেকে আম্বরখানার সিএনজি তে আসলে ১০টাকা ভাড়া। মহিলা কলেজের পাশেই, উলটা দিকে।
সিলেট অগ্রগামী গার্লস স্কুল এন্ড কলেজ - জিন্দাবাজার। আম্বরখানা থেকে রিক্সা ১৫টাকা আর কদমতলি থেকে ২৫-৩০টাকা ভাড়া। বা ভার্সিটি গেট থেকে সিএনজি করে বন্দর। বন্দর থেকে হেটেই আসা যায়।
দি এইডেড হাই স্কুলে - তাতি পাড়া। জিন্দাবাজারের সিটি শপিং সেন্টারের উল্টা দিকে গলির ভিতর। আম্বরখানা থেকে ১৫ আর বন্দর থেকে ১০টাকা রিক্সা ভাড়া। গুগল ম্যাপে লোকেশন ( 24.896067, 91.869549 )
রাজা G.C হাই স্কুলঃ বন্দর বাজার, ভার্সিটি থেকে বন্দরের সিএনজি, ১৫টাকা। কদমতলি থেকে রিকশা বা সিএনজি তে, ভাড়া ১৫-১০ টাকা। সিলেট সিটি কর্পোরেশনের পাশ দিয়ে, ডাক অফিসের পাশেই।
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ - মদিনা মার্কেট থেকে রিক্সা বা নয়াবাজার এর টমটম এ করে যেতে পারো। রিক্সা ভাড়া ১০-১৫টাকা।
ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ (মূল ক্যাম্পাস) - মিরের ময়দান। ভার্সিটি গেট থেকে বন্দরের সিএনজিতে আসলে বা বন্দর থেকে ভার্সিটির সিএনজিতে উঠলে স্কুল গেটে নামিয়ে দিবে। ভার্সিটি গেট থেকে আম্বরখানার সিএনজিতে আসলে সুবিদবাজার নেমে হেটেই আসা যাবে। আর আম্বরখানা থেকে রিক্সা ভাড়া ১৫-২০টাকা।
ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ (জুনিয়র ক্যাম্পাস) - এটা মেইন স্কুলের প্রাইমারি সেকশন। ২টাই পাশাপাশি। ২মিনিটের হাঁটা দূরত্বে।
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ - আম্বরখানা থেকে হেটেই আসা যায়। হাউজিং এস্টেট এর রাস্তায় ঢুকতে হবে। ভার্সিটি থেকে আম্বরখানার সিএনজিতে এসে হাউজিং এস্টেট পয়েন্টে নামবা। ভাড়া ১০টাকা।
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজঃ জালালাবাদ আবাসিক এলাকা। মেইন রোড থেকে একটু ভিতরে। আম্বরখানা থেকে হেতেই আসা যাবে। ভার্সিটি থেকে আম্বরখানার সিএনজিতে এসে জালালাবাদ পয়েন্টে নামবা। ভাড়া ১০টাকা। গুগল ম্যাপে লোকেশন ( 24.906518, 91.864762 )
টিচার্স ট্রেনিং কলেজ - আম্বরখানা থেকে সিএনজি করে টিবি গেটে নামতে হবে, ১০টাকা ভাড়া। রাস্তা থেকে একটু ভিতরে। বন্দর থেকে রিক্সা ২৫-৩০টাকা ভাড়া।
সিলেট মডেল স্কুল এ্যান্ড কলেজ - আম্বরখানা থেকে সিএনজি করে টিবি গেটে নামতে হবে, ১০টাকা ভাড়া। মেইন রাস্তা থেকে বাম দিকের ছোট রাস্তা ধরে একটু ভিতরে। বন্দর থেকে রিক্সা ২৫-৩০টাকা ভাড়া। সিলেট মডেল স্কুল ও টিচার্স ট্রেনিং কলেজ পাশাপাশি। গুগল ম্যাপে লোকেশন ( 24.907679, 91.890622 )
সিলেট ওমেন্স মেডিকেল কলেজ - মিরবক্সটুলা, আম্বরখানা থেকে ১০/১৫ টাকা রিক্সা ভাড়া। চৌহাট্টা পয়েন্টের বাম দিকের রাস্তা। বন্দর থেকে ২০-২৫টাকা রিক্সা ভাড়া।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ - মিরাবাজার। মেইন রোড থেকে একটু ভিতরে। আম্বরখানা থেকে গেলে মিরাবাজারে হাতের ডানে ঢুকতে হবে। রিক্সা ভাড়া ২০-৩০টাকা। বন্দর থেকে টিলাগড়ের সিএনজি বা লেগুনাতে করে মিরাবাজারে নেমে হেতে যাওয়া যাবে। ভাড়া ১০টাকা। কদমতলি থেকে রিক্সা ৪০-৫০টাকা। গুগল ম্যাপে লোকেশন ( 24.893328, 91.881393 )
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসাঃ পাঠানটুলা, মদিনা মার্কেট। ঠিক পয়েন্টের উপরেই। সিএনজি ভাড়াঃ ভার্সিটি গেট থেকে ৫, আম্বরখানা থেকে ১০, বন্দর থেকে ১৫টাকা।
পাঠানটুলা হাইস্কুল - পাঠানটুলা, সানরাইজ এর উল্টো দিকে। ভার্সিটি গেট/আম্বরখানা/বন্দর থেকে সিএনজি। ভাড়া ১০/১৫ টাকা
পুলিশলাইন হাইস্কুল - রিকাবি বাজার, ভার্সিটি গেট বা বন্দর থেকে সিএনজি (১০টাকা)। আর আম্বরখানা থেকে রিক্সা ১৫টাকা ভাড়া।
কিশোরী মোহন গার্লস স্কুল - নয়াসড়ক, রাস্তার উপরেই। খ্রিষ্টান চার্চের উল্টো দিকে। আম্বরখানা বা বন্দর থেকে রিক্সা। ভাড়া ১৫-২৫টাকা।
সিলেট এমসি (মুরারিচাঁদ) কলেজ - টিলাগড়। আম্বরখানা বা বন্দর থেকে সিএনজিতে (১০টাকা)। বন্দর থেকে লেগুনাতেও আসা যাবে। টিলাগড় পয়েন্টে নেমে হেটে ২মিনিট লাগবে।
সিলেট সরকারী কলেজ - টিলাগড়। MC কলেজ পার হয়ে এর পাশেই। আম্বরখানা বা বন্দর থেকে সিএনজিতে (১০টাকা) টিলাগড় পয়েন্টে নেমে হেটে ৫মিনিট লাগবে।
সিলেট সরকারী পাইলট হাইস্কুল - কালীঘাট। কদমতলি থেকে কিন ব্রিজ পার হয়ে বন্দর আসার আগেই এর নিচের রাস্তা দিয়ে। আম্বরখানা থেকে রিক্সা ২০টাকা ভাড়া। ভার্সিটি থেকে বন্দরের সিএনজিতে উঠলে পুলের মুখে নামতে হবে। লিখেছেন সিএসই বিভাগের হৃদয় ভাই।
ওসমানী মেডিকেল কলেজ - মদিনা মার্কেট থেকে সিএনজি বা টমটমে ৫টাকা ভাড়া, কলেজ গেটে নামিয়ে দিবে। আম্বরখানা বা বন্দর থেকে রিক্সা (ভাড়া ২০-২৫টাকা)।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি - জিন্দাবাজার, যা আল-হামরা শপিং সেন্টারের উপরে। আম্বরখানা বা বন্দর থেকে রিক্সা ১০টাকা ভাড়া।
PDB স্কুলঃ শামিমাবাদ, ওসমানী মেডিকেল থেকে কাছে। মদিনা মার্কেট থেকে টমটম/সিএনজি ৫টাকা ভাড়া। স্কুলের সামনে নামিয়ে দিবে। আম্বরখানা থেকে রিক্সা ভাড়া ২০-২৫টাকা। বন্দর থেকে মেডিক্যালের সিএনজি তে (ভাড়া ১০) ওসমানীর সামনে নেমে হেটে আসা যাবে।
সিলেট ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটি - শামিমাবাদ, ওসমানী মেডিকেল থেকে কাছে। PDB স্কুলের সামনে নেমে মেইন রোড থেকে একটু ভিতরে। রিক্সা নিয়ে যাওয়া ভাল।
মঈনউদ্দিন আদর্শ মহিলা কলেজ - শামিমাবাদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাস্তায়। PDB স্কুলের সামনে নেমে মেইন রোড থেকে একটু ভিতরে। গুগল ম্যাপে লোকেশন ( 24.899100, 91.846743 )
হাজী আব্দুস সাত্তার হাইস্কুল - টুকের বাজার। আম্বরখানা বা বন্দর থেকে সিএনজি (১৫/২০টাকা) করে যাইতে হবে। ভার্সিটি গেট পার হয়ে। বাজারে যাওয়ার আগেই হাতের ডানে। (গুগল ম্যাপে ভুল লোকেশন দেখায়, সঠিক লোকেশন হল ( 24.914533, 91.816484 )
সৈয়দ হাতেম আলী হাইস্কুল - শিবগঞ্জ, সাদিপুর। আম্বরখানা বা কদমতলি থেকে রিক্সা/সিএনজি। অথবা বন্দর থেকে সিএনজিতে যাওয়া যাবে। শিবগঞ্জ পয়েন্ট পার হয়ে, বামের রাস্তায় একটু ভিতরে যেতে হবে।
কাজী জালাল উদ্দিন র্গালস স্কুল - কুমারপাড়া। কুমারপাড়া পয়েন্টের বামে, উঁচা সড়কের উপরে। আম্বরখানা বা বন্দর থেকে রিক্সা, ভাড়া ২০-২৫টাকা।
দক্ষিন সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ঃ এটা ঠিক ট্রেন স্টেশন থেকে বের হলে বাম পাশের রাস্তায়, কদমতলি, ২মিনিটের হাটা রাস্তা। গুগল ম্যাপে লোকেশন ( 24.883198, 91.867511 )
রসময় মেমোরিয়াল হাই স্কুলঃ জল্লার পাড়, সিলেটের বিখ্যাত ৫ভাই রেস্টুরেন্টের ঠিক পাশেই। বন্দর থেকে রিক্সা ১০-১৫টাকা, ভার্সিটি গেট থেকে বন্দরের সিএনজি তে মির্জাজাঙ্গাল নেমে হেটেই আসা যাবে, ভাড়া ১৫টাকা। আম্বরখানা থেকে রিক্সা ১৫-২০টাকা ভাড়া।
মঈনুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়ঃ শেখঘাট, কাজির বাজার সেতুর গোড়াতেই, হাতের বামে,রাস্তার উপরেই সাইনবোর্ড আছে। ভার্সিটি গেট থেকে বন্দরের সিএনজিতে উঠে বলতে হবে হবে শেখঘাট নামাতে, স্কুলের সামনে নামিয়ে দিবে। ভাড়া ১৫টাকা। বন্দর থেকে রিকশা (১০টাকা) বা হেটে আসা যাবে। আম্বরখানা থেকে রিকশা ভাড়া ২৫-৩০টাকা। গুগলে ম্যাপে লোকেশন ( 24.890510, 91.859933 )
সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটঃ কাজির বাজার সেতু পার হয়েই হাতের ডানে,রেল লাইনের পাশেই। ভার্সিটি গেট থেকে বন্দরের সিএনজিতে উঠে বলতে হবে হবে শেখঘাট নামাতে। ভাড়া ১৫টাকা। কদমতলি থেকে রিক্সা নিলে সেতুতে উঠার আগেই হাতের বামে।
ভার্সিটি গেট থেকে ২ধরনের সিএনজি পাওয়া যায়। বন্দর (১৫টাকা) যা সুবিদবাজার হয়ে ব্লু বার্ড স্কুল, পুলিশ লাইন স্কুল, লিডিং ভার্সিটি সুরমা টাওয়ার এর সামনে হয়ে বন্দর আসে। আর একটা হল আম্বরখানার (১০টাকা), যা সুবিদবাজার হয়ে সোজা আম্বরখানা আসে।
আর একটি গুরুত্বপূর্ণ কথা। এইদিন রাস্তায় প্রচুর জ্যাম হয়, সেই সাথে রাস্তায় যানবাহন সহজে পাওয়া যায় না। তাই হাতে যথেষ্ট সময় নিয়ে বের হবা। আর অবশ্যই তোমার সেন্টার ভালভাবে যাচাই করে নিবা। রাস্তায় জ্যামে বসে থাকার চেয়ে পরীক্ষা হলে আগে গিয়ে বসে থাকা ভালো।
সিলেটে গুগলের ষ্ট্রীট ভিউ চালু আছে, উপরে দেয়া লোকেশন গুগল ম্যাপে সার্চ দিলেই পেয়ে যাবে।
আশা করি বুঝতে সমস্যা হয় নাই। আর রাস্তায় কোন সমস্যা হলে আশে পাশের যে কোন মানুষকে নির্দ্বিধায় জিজ্ঞেস করবে। সবাই সাহায্য করবে।
#কালক্টেড
নিলয়
যন্ত্রকৌশল বিভাগ,শাবিপ্রবি

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.