COPIED & COLLECTED:
(একটু সময় নিয়ে পোস্টটি পড় অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে)
.
কেমন আছো সবাই?আশা করি কেউ ভাল নেই।
থাকবে কেমনে,সামনে যে তোমাদের মহাযুদ্ধ।
যে যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত তোমরা ভাল
থাকবেনা।তোমাদের ভাল থাকার জন্য,তোমাদের
জয়ী হওয়ার জন্য আমার এই ক্ষুদ্র পোস্ট।
প্রথমেই বলি ভার্সিটি পরীক্ষাকে পরীক্ষা না
বলে যুদ্ধ বলাই উত্তম।কেন সেটা আমি বললে
বিশ্বাস করবেনা,তাই তোমরা স্বচক্ষে দেখে নিও।
আর এই যুদ্ধে জয়ী হতে হলে করতে হবে
কঠোর পরিশ্রমী অনুশীলন। কারণ অনুশীলনে
ঘাম না ঝরালে যুদ্ধের ময়দানে তোমাকে রক্ত
ঝরাতে হবে।
এবার দেখে নাও ডি+বি ইউনিটের সিট ও মানবন্টন
#ডি_ইউনিট
D-ইউনিটে ১১৮১ টি সাধারণ আসন (কোটা ছাড়া)। যা নিম্নরূপ-
১। অর্থনীতি-১৩২ (মানবিক-৪০, বিজ্ঞান-৬৬, ব্যবসায়-২৬)
২। রাজনীতি বিজ্ঞান -১৩২ (মানবিক-৫৩, বিজ্ঞান-৫৩, ব্যবসায়-২৬)
৩। সমাজতত্ত্ব -১৩২ (মানবিক-৫৩, বিজ্ঞান-৫৩, ব্যবসায়-২৬)
৪। লোকপ্রশাসন-১৩২ (মানবিক-৫৩, বিজ্ঞান-৫৩, ব্যবসায়-২৬)
৫। নৃ-বিজ্ঞান-৮৫ (মানবিক-৩৪, বিজ্ঞান-৩৪, ব্যবসায়-১৭)
৬। আন্তর্জাতিক সম্পর্ক-৮৫ (মানবিক-৩৪, বিজ্ঞান-৩৪, ব্যবসায়-১৭)
৭। যোগাযোগ ও সাংবাদিকতা-৬০ (মানবিক-২৪, বিজ্ঞান-২৪, ব্যবসায়-১২)
৮। ডেভেলপমেন্ট স্টাডিজ-৩০ (মানবিক-১২, বিজ্ঞান-১২, ব্যবসায়-৬)
৯। ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স-৩০ (মানবিক-১২, বিজ্ঞান-১২, ব্যবসায়-৬)
১০। আইন-১১৫ (সব বিভাগের জন্য উন্মুক্ত)
১১। ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স- ৩০ (সব বিভাগের জন্য উন্মুক্ত)
১২। একাউন্টিং-১৭ (মানবিক-৬, বিজ্ঞান-১১)
১৩। ম্যানেজমেন্ট-৪৫ (মানবিক-৫, বিজ্ঞান-৪০)
১৪। ফাইন্যান্স-১৭ (মানবিক-৬, বিজ্ঞান-১১)
১৫। মার্কেটিং-৩৩ (মানবিক-৬, বিজ্ঞান-২৭)
১৬। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-৫০ (মানবিক-৫, বিজ্ঞান-৪৫)
১৭। ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স-৩০ (মানবিক-৫, বিজ্ঞান-২৫)
১৮। ভূগোল ও পরিবেশবিদ্যা-১০ (মানবিক)
১৯। মনোবিদ্যা -১৬ (মানবিক)
এর বিপরীতে ২০১৭-২০১৮ সেশনে লড়বে মোট ৩৯,২৮২ জন শিক্ষার্থী।
#ভর্তিপরীক্ষার_মানবন্টন :
১। বাংলা- ৩০ নম্বর
২। ইংরেজি- ৩০ নম্বর
৩। সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি- ২০ নম্বর
৪। বিশ্লেষণ দক্ষতা- ২০ নম্বর
মোট= ১০০ নম্বর
পাস মার্ক = ৪০
নোট: (ক) সাধারণ জ্ঞান/গণিত /অর্থনীতি এর ক্ষেত্রে যেকোন বিভাগ থেকে যে কেউ যেকোন বিষয়ে উত্তর করতে পারবে। এতে সে সব সাবজেক্টই নিতে পারবে। এর জন্য কোন বিশেষ শর্ত নেই ।
(খ) স্পোর্টস সাইন্স এ ব্যবহারিক ৩০ নম্বর (ফিল্ড টেস্ট –২০ ও খেলাধূলার সার্টিফিকেট –১০)। এই বিষয়ে মেধাক্রম তৈরি হবে ১৫০ নম্বর ধরে।
#বি_ইউনিট
B-ইউনিটে ১৩৪৬ টি সাধারণ আসন (কোটা ছাড়া)। যা নিম্নরূপ-
বাংলা– ১১০, ইংরেজি– ১১০, ইতিহাস- ১২০, দর্শন– ১২০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি– ১২০, আরবি- ১২০, ইসলামিক স্টাডিজ- ১২০, নাট্যকলা– ৩৫, Language and Linguistics- ৪১, চারুকলা– ৬০, ফারসি ভাষা ও সাহিত্য– ৫০, পালি– ৮৫, সংস্কৃত– ৭০, আই-ই- আর (Education Research Institute)– ১০৫ (মানবিক-৪০, বিজ্ঞান-২৫, ব্যবসায়-৪০) এবং সংগীত- ৩০, বাংলাদেশ স্টাডিজ– ৫০।
এর বিপরীতে ২০১৭-২০১৮ সেশনে লড়বে মোট ২৯,২৯৫ জন শিক্ষার্থী।
#ভর্তিপরীক্ষার_মানবন্টন :
১। বাংলা- ৩৫ নম্বর
২। ইংরেজি- ৩৫ নম্বর
৩। সাধারণ জ্ঞান- ৩০ নম্বর
মোট = ১০০ নম্বর
পাস মার্ক = ৪০
নোট: নাট্যকলা ও সংগীতে ভর্তির জন্যে অতিরিক্ত ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। তাদের জন্যে মোট নাম্বার -১৪০ ।
ফলাফল :
SSC GPA কে ১.৬ এবং HSC GPA কে ২.৪ দ্বারা গুণ করে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মেধাক্রম তৈরি করা হবে।
মোট ১২০ নম্বরের মধ্যে GPA-২০ এবং ভর্তি পরীক্ষায় নম্বরের-১০০।
#দৃষ্টি_আকর্ষণ
চবির ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং বিষয়ভিত্তিক নয়, বরং মোট প্রাপ্ত নম্বর থেকে।
অর্থাৎ কোন ইউনিটে যদি ইংরেজি ৩০ নম্বরের পরীক্ষায় পাশ মার্ক ৮ হয়। আপনি ৩০ টা প্রশ্নের উত্তর দিলেন। ২২টা ভুল হলো আর সঠিক মাত্র ৮টা। তাহলেই আপনি ইংরেজিতে পাশ করবেন।
যে ২২টা উত্তর ভুল হলো তার জন্য সব সাবজেক্ট মিলে মোট যে নম্বর পাবেন, সেখান থেকেই বিয়োগ করা হবে।
.
এবার আসি আসল কথায় কি কি পড়বে...।।
বি১ এর মত ডি ইউনিটের প্রশ্নও তুলনামূলক সহজ।এখানেও ব্যসিক থেকে বেশি প্রশ্ন হয়।কিন্তু এই ইউনিটে চান্স পাওয়ার অন্যতম শর্ত হল ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
কারণ এখানে ২০ এর ইংরেজি যেমন উত্তর করতে তেমনি করতে হবে ২০ এর বিশ্লেষণ দক্ষতা এর উত্তর। অনেকে জানেনা বিশ্লেষণ দক্ষতাটা আবার কি রকম।তাদের জন্য জন্য বলছি,তোমরা আগে "Halda IQ" বই থেকে ডি ইউনিটের বিগত বছরের বিশ্লেষণ দক্ষতারর প্রশ্ন গুলো সলভ কর,তাইললে বুঝবে যে এখানেও ইংরেজি থেকে বেশি প্রশ্ন করা।যার বেশিরভাগ থাকে Snynm, antynm,analogy, fill in the gaps,pin point error. আর কয়েকটা মানসিক দক্ষতার উপর।
বলা চলে যাদের ইংরেজিতে প্রস্তুতি ভাল ভাষাজ্ঞান নিয়ে তাদের ভয় পাওয়ার কিছু নেই।
আর এই ইউনিটে চান্স পেতে হল ১০০ তে ৬৫+ নং থাকা আবশ্যক।
আর একটা কথা হল এই ইউনিটের সব সাবজেক্ট খুব ডিমান্ডএবল।বিসিএস এর জন্য পুরোপুরি পারফেক্ট।
বই কি কি পড়বে তা নিচে দেওয়া আছে।
#কি_কি_পড়বে ।
.
★বাংলা__ প্রথমে তিনটা ইউনিটের প্রিভিয়াস প্রশ্ন
ব্যাখ্যা সহকারে পড়ে নাও।যদি ব্যাখ্যা সহ পড়ে "হালদা B+D" বইটা খেয়ে ফেলতে পারো তবে ৩০% কাজ শেষ। তার পর "হালদা B+D" বইয়ের বাংলা অংশ খেয়ে ফেলো। ৭০% প্রস্তুতি শেষ। বাকি ৩০% এর জন্যে পড়তে পারো রেনেসাঁ বইটা, বইটাতে সাহিত্য অংশ
গুলো সুন্দর টেকনিক সহকারে দেওয়া আছে।
পুরো বইটা ভালো করে শেষ কর।এবার হাতে নাও
৯-১০ এর বাংলা ব্যাকরণ বইটা, এখান থেকে দাগিয়ে
দাগিয়ে গুরুত্বপূর্ণ অংশ গুলো ভালো করে পড়ে
নাও।
#ইংরেজি
প্রথমে "হালদা B+D" বইটি নিয়ে বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলো। বুঝে যাবে ইংরেজি প্রশ্ন কেমন হয়। তার পর "হালদা B+D" তে দেওয়া ইংরেজি সাজেশন অংশ পড়ে ফেলো। এতে তোমরা spelling , vocabulary, synonyms, antonyms, analogy, literature পার্টের প্রস্তুতি শেষ হয়ে যাবে। এখন দরকার grammar প্রস্তুতি।
।
তোমরা ইতিমধ্যে Barrons +cliffs+Peterson toffel
এই তিনটা বই এর নাম শুনেছে।অনেকে শুনেছে
কিন্তু পড়েনি আবার অনেকে শেষ ও করে
ফেলেছে।
আগে বলব কোন বড় ভাই থেকে হোক কিংবা চুরি
করে হোক বই তিনটা কালেক্ট কর।
কি কি পড়বে?
cliffs এর ৩৯ থেকে ২৩৭ পৃষ্টার গ্রামার রুলস
ভালো করে পড়ে নিন,then..
১. Barrons toffel এর এমসিকিউ based ৮ টি মডেল
টেস্ট আছে আছে ঐ গুলো +১৭০ টার মত
problem question আছে শেষ করুন।
২.cliffs toffel(ভার্সিটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ
বই) থেকে যে ৬টি practice test আছে +৬ টি মিনি
টেস্ট সব শেষ করতে হবে।
৩.Peterson Toffel থেকে ৩টি practice test solve
করা।
এখন তোমার ইংরেজি ৮০% শেষ
বাকিটাও বলছি---
English for competive xm /ROOT বইটাও
পড়তে পড়ো। বিভিন্ন ভার্সটির প্রশ্ন বেশি দেখো এখান থেকে। এই বইতে বাংলায় গ্রামার রুল গুলো
খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে।
#সাধারণ_জ্ঞান
প্রথমে "হালদা B+D" থেকে প্রিভিয়াস প্রশ্ন তারপর "হালদা B+D" থেকে সা জ্ঞান সাজেশন অংশ দেখো। এখানে গুছিয়ে খুব সুন্দর করে সাজেশন দেওয়া আছে। এতে তোমার প্রস্তুতি ৬০% কম্পলিট হবে। বাকি ৪০% এর জন্যে mp3/zubayer GK যে কোন একটা অথবা দুইটাই মিলিয়ে পড়।সাথে
কারেন্ট এফেয়ারস,কম্পিটেন্ট, প্রিলি প্রশ্ন
গুলো শেষ কর।
এইভাবে যদি শেষ করতে পার,তবে ১০০% তুমি এই
দুই ইউনিটের যে কোন একটিতে চান্স পাবে।
কারো কোন প্রশ্ন থাকলে করতে পারো।
আরো অনেক কথা বলার ছিল,কিন্তু মোবাইলে
এত বড় পোস্ট সাপোর্ট করবেনা।
অন্যদিন বাকি কথা গুলো বলব।
শুধুমাত্র এটা বলছি,পাবলিকে যদি চান্স না পাও
জীবনট পুরাই তিতা হয়ে যাবে।জীবনের অর্থ
আর সংঙ্গা দুটাই হারিয়ে ফেলবে।
ভালো থেকো সবাই।
আল্লাহ হাফেজ
(একটু সময় নিয়ে পোস্টটি পড় অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে)
.
কেমন আছো সবাই?আশা করি কেউ ভাল নেই।
থাকবে কেমনে,সামনে যে তোমাদের মহাযুদ্ধ।
যে যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত তোমরা ভাল
থাকবেনা।তোমাদের ভাল থাকার জন্য,তোমাদের
জয়ী হওয়ার জন্য আমার এই ক্ষুদ্র পোস্ট।
প্রথমেই বলি ভার্সিটি পরীক্ষাকে পরীক্ষা না
বলে যুদ্ধ বলাই উত্তম।কেন সেটা আমি বললে
বিশ্বাস করবেনা,তাই তোমরা স্বচক্ষে দেখে নিও।
আর এই যুদ্ধে জয়ী হতে হলে করতে হবে
কঠোর পরিশ্রমী অনুশীলন। কারণ অনুশীলনে
ঘাম না ঝরালে যুদ্ধের ময়দানে তোমাকে রক্ত
ঝরাতে হবে।
এবার দেখে নাও ডি+বি ইউনিটের সিট ও মানবন্টন
#ডি_ইউনিট
D-ইউনিটে ১১৮১ টি সাধারণ আসন (কোটা ছাড়া)। যা নিম্নরূপ-
১। অর্থনীতি-১৩২ (মানবিক-৪০, বিজ্ঞান-৬৬, ব্যবসায়-২৬)
২। রাজনীতি বিজ্ঞান -১৩২ (মানবিক-৫৩, বিজ্ঞান-৫৩, ব্যবসায়-২৬)
৩। সমাজতত্ত্ব -১৩২ (মানবিক-৫৩, বিজ্ঞান-৫৩, ব্যবসায়-২৬)
৪। লোকপ্রশাসন-১৩২ (মানবিক-৫৩, বিজ্ঞান-৫৩, ব্যবসায়-২৬)
৫। নৃ-বিজ্ঞান-৮৫ (মানবিক-৩৪, বিজ্ঞান-৩৪, ব্যবসায়-১৭)
৬। আন্তর্জাতিক সম্পর্ক-৮৫ (মানবিক-৩৪, বিজ্ঞান-৩৪, ব্যবসায়-১৭)
৭। যোগাযোগ ও সাংবাদিকতা-৬০ (মানবিক-২৪, বিজ্ঞান-২৪, ব্যবসায়-১২)
৮। ডেভেলপমেন্ট স্টাডিজ-৩০ (মানবিক-১২, বিজ্ঞান-১২, ব্যবসায়-৬)
৯। ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স-৩০ (মানবিক-১২, বিজ্ঞান-১২, ব্যবসায়-৬)
১০। আইন-১১৫ (সব বিভাগের জন্য উন্মুক্ত)
১১। ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স- ৩০ (সব বিভাগের জন্য উন্মুক্ত)
১২। একাউন্টিং-১৭ (মানবিক-৬, বিজ্ঞান-১১)
১৩। ম্যানেজমেন্ট-৪৫ (মানবিক-৫, বিজ্ঞান-৪০)
১৪। ফাইন্যান্স-১৭ (মানবিক-৬, বিজ্ঞান-১১)
১৫। মার্কেটিং-৩৩ (মানবিক-৬, বিজ্ঞান-২৭)
১৬। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-৫০ (মানবিক-৫, বিজ্ঞান-৪৫)
১৭। ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স-৩০ (মানবিক-৫, বিজ্ঞান-২৫)
১৮। ভূগোল ও পরিবেশবিদ্যা-১০ (মানবিক)
১৯। মনোবিদ্যা -১৬ (মানবিক)
এর বিপরীতে ২০১৭-২০১৮ সেশনে লড়বে মোট ৩৯,২৮২ জন শিক্ষার্থী।
#ভর্তিপরীক্ষার_মানবন্টন :
১। বাংলা- ৩০ নম্বর
২। ইংরেজি- ৩০ নম্বর
৩। সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি- ২০ নম্বর
৪। বিশ্লেষণ দক্ষতা- ২০ নম্বর
মোট= ১০০ নম্বর
পাস মার্ক = ৪০
নোট: (ক) সাধারণ জ্ঞান/গণিত /অর্থনীতি এর ক্ষেত্রে যেকোন বিভাগ থেকে যে কেউ যেকোন বিষয়ে উত্তর করতে পারবে। এতে সে সব সাবজেক্টই নিতে পারবে। এর জন্য কোন বিশেষ শর্ত নেই ।
(খ) স্পোর্টস সাইন্স এ ব্যবহারিক ৩০ নম্বর (ফিল্ড টেস্ট –২০ ও খেলাধূলার সার্টিফিকেট –১০)। এই বিষয়ে মেধাক্রম তৈরি হবে ১৫০ নম্বর ধরে।
#বি_ইউনিট
B-ইউনিটে ১৩৪৬ টি সাধারণ আসন (কোটা ছাড়া)। যা নিম্নরূপ-
বাংলা– ১১০, ইংরেজি– ১১০, ইতিহাস- ১২০, দর্শন– ১২০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি– ১২০, আরবি- ১২০, ইসলামিক স্টাডিজ- ১২০, নাট্যকলা– ৩৫, Language and Linguistics- ৪১, চারুকলা– ৬০, ফারসি ভাষা ও সাহিত্য– ৫০, পালি– ৮৫, সংস্কৃত– ৭০, আই-ই- আর (Education Research Institute)– ১০৫ (মানবিক-৪০, বিজ্ঞান-২৫, ব্যবসায়-৪০) এবং সংগীত- ৩০, বাংলাদেশ স্টাডিজ– ৫০।
এর বিপরীতে ২০১৭-২০১৮ সেশনে লড়বে মোট ২৯,২৯৫ জন শিক্ষার্থী।
#ভর্তিপরীক্ষার_মানবন্টন :
১। বাংলা- ৩৫ নম্বর
২। ইংরেজি- ৩৫ নম্বর
৩। সাধারণ জ্ঞান- ৩০ নম্বর
মোট = ১০০ নম্বর
পাস মার্ক = ৪০
নোট: নাট্যকলা ও সংগীতে ভর্তির জন্যে অতিরিক্ত ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। তাদের জন্যে মোট নাম্বার -১৪০ ।
ফলাফল :
SSC GPA কে ১.৬ এবং HSC GPA কে ২.৪ দ্বারা গুণ করে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মেধাক্রম তৈরি করা হবে।
মোট ১২০ নম্বরের মধ্যে GPA-২০ এবং ভর্তি পরীক্ষায় নম্বরের-১০০।
#দৃষ্টি_আকর্ষণ
চবির ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং বিষয়ভিত্তিক নয়, বরং মোট প্রাপ্ত নম্বর থেকে।
অর্থাৎ কোন ইউনিটে যদি ইংরেজি ৩০ নম্বরের পরীক্ষায় পাশ মার্ক ৮ হয়। আপনি ৩০ টা প্রশ্নের উত্তর দিলেন। ২২টা ভুল হলো আর সঠিক মাত্র ৮টা। তাহলেই আপনি ইংরেজিতে পাশ করবেন।
যে ২২টা উত্তর ভুল হলো তার জন্য সব সাবজেক্ট মিলে মোট যে নম্বর পাবেন, সেখান থেকেই বিয়োগ করা হবে।
.
এবার আসি আসল কথায় কি কি পড়বে...।।
বি১ এর মত ডি ইউনিটের প্রশ্নও তুলনামূলক সহজ।এখানেও ব্যসিক থেকে বেশি প্রশ্ন হয়।কিন্তু এই ইউনিটে চান্স পাওয়ার অন্যতম শর্ত হল ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
কারণ এখানে ২০ এর ইংরেজি যেমন উত্তর করতে তেমনি করতে হবে ২০ এর বিশ্লেষণ দক্ষতা এর উত্তর। অনেকে জানেনা বিশ্লেষণ দক্ষতাটা আবার কি রকম।তাদের জন্য জন্য বলছি,তোমরা আগে "Halda IQ" বই থেকে ডি ইউনিটের বিগত বছরের বিশ্লেষণ দক্ষতারর প্রশ্ন গুলো সলভ কর,তাইললে বুঝবে যে এখানেও ইংরেজি থেকে বেশি প্রশ্ন করা।যার বেশিরভাগ থাকে Snynm, antynm,analogy, fill in the gaps,pin point error. আর কয়েকটা মানসিক দক্ষতার উপর।
বলা চলে যাদের ইংরেজিতে প্রস্তুতি ভাল ভাষাজ্ঞান নিয়ে তাদের ভয় পাওয়ার কিছু নেই।
আর এই ইউনিটে চান্স পেতে হল ১০০ তে ৬৫+ নং থাকা আবশ্যক।
আর একটা কথা হল এই ইউনিটের সব সাবজেক্ট খুব ডিমান্ডএবল।বিসিএস এর জন্য পুরোপুরি পারফেক্ট।
বই কি কি পড়বে তা নিচে দেওয়া আছে।
#কি_কি_পড়বে ।
.
★বাংলা__ প্রথমে তিনটা ইউনিটের প্রিভিয়াস প্রশ্ন
ব্যাখ্যা সহকারে পড়ে নাও।যদি ব্যাখ্যা সহ পড়ে "হালদা B+D" বইটা খেয়ে ফেলতে পারো তবে ৩০% কাজ শেষ। তার পর "হালদা B+D" বইয়ের বাংলা অংশ খেয়ে ফেলো। ৭০% প্রস্তুতি শেষ। বাকি ৩০% এর জন্যে পড়তে পারো রেনেসাঁ বইটা, বইটাতে সাহিত্য অংশ
গুলো সুন্দর টেকনিক সহকারে দেওয়া আছে।
পুরো বইটা ভালো করে শেষ কর।এবার হাতে নাও
৯-১০ এর বাংলা ব্যাকরণ বইটা, এখান থেকে দাগিয়ে
দাগিয়ে গুরুত্বপূর্ণ অংশ গুলো ভালো করে পড়ে
নাও।
#ইংরেজি
প্রথমে "হালদা B+D" বইটি নিয়ে বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলো। বুঝে যাবে ইংরেজি প্রশ্ন কেমন হয়। তার পর "হালদা B+D" তে দেওয়া ইংরেজি সাজেশন অংশ পড়ে ফেলো। এতে তোমরা spelling , vocabulary, synonyms, antonyms, analogy, literature পার্টের প্রস্তুতি শেষ হয়ে যাবে। এখন দরকার grammar প্রস্তুতি।
।
তোমরা ইতিমধ্যে Barrons +cliffs+Peterson toffel
এই তিনটা বই এর নাম শুনেছে।অনেকে শুনেছে
কিন্তু পড়েনি আবার অনেকে শেষ ও করে
ফেলেছে।
আগে বলব কোন বড় ভাই থেকে হোক কিংবা চুরি
করে হোক বই তিনটা কালেক্ট কর।
কি কি পড়বে?
cliffs এর ৩৯ থেকে ২৩৭ পৃষ্টার গ্রামার রুলস
ভালো করে পড়ে নিন,then..
১. Barrons toffel এর এমসিকিউ based ৮ টি মডেল
টেস্ট আছে আছে ঐ গুলো +১৭০ টার মত
problem question আছে শেষ করুন।
২.cliffs toffel(ভার্সিটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ
বই) থেকে যে ৬টি practice test আছে +৬ টি মিনি
টেস্ট সব শেষ করতে হবে।
৩.Peterson Toffel থেকে ৩টি practice test solve
করা।
এখন তোমার ইংরেজি ৮০% শেষ
বাকিটাও বলছি---
English for competive xm /ROOT বইটাও
পড়তে পড়ো। বিভিন্ন ভার্সটির প্রশ্ন বেশি দেখো এখান থেকে। এই বইতে বাংলায় গ্রামার রুল গুলো
খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে।
#সাধারণ_জ্ঞান
প্রথমে "হালদা B+D" থেকে প্রিভিয়াস প্রশ্ন তারপর "হালদা B+D" থেকে সা জ্ঞান সাজেশন অংশ দেখো। এখানে গুছিয়ে খুব সুন্দর করে সাজেশন দেওয়া আছে। এতে তোমার প্রস্তুতি ৬০% কম্পলিট হবে। বাকি ৪০% এর জন্যে mp3/zubayer GK যে কোন একটা অথবা দুইটাই মিলিয়ে পড়।সাথে
কারেন্ট এফেয়ারস,কম্পিটেন্ট, প্রিলি প্রশ্ন
গুলো শেষ কর।
এইভাবে যদি শেষ করতে পার,তবে ১০০% তুমি এই
দুই ইউনিটের যে কোন একটিতে চান্স পাবে।
কারো কোন প্রশ্ন থাকলে করতে পারো।
আরো অনেক কথা বলার ছিল,কিন্তু মোবাইলে
এত বড় পোস্ট সাপোর্ট করবেনা।
অন্যদিন বাকি কথা গুলো বলব।
শুধুমাত্র এটা বলছি,পাবলিকে যদি চান্স না পাও
জীবনট পুরাই তিতা হয়ে যাবে।জীবনের অর্থ
আর সংঙ্গা দুটাই হারিয়ে ফেলবে।
ভালো থেকো সবাই।
আল্লাহ হাফেজ
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন