রবিবার, ৪ নভেম্বর, ২০১৮

URP(URBAN AND REGIONAL PLANNING)-SUBJECT REVIEW

URP(URBAN AND REGIONAL PLANNING)
- নগর ও অঞ্চল পরিকল্পনা,কুয়েট।
তোমাদের যে কোর্স দিচ্ছে তা হলো Bachelor of Urban and Regional Planning(BURP)
এই বিশাল নামটার মতই সাবজেক্ট টাও একটি বিশাল Area জুরে আছে। URP একটি Multi-Dimensional সাবজেক্ট। যেখানে তুমি পাবে ৩ ধরনের Taste. একসাথে পাবে Civil Engineering এবং Architecture Flavour. তার সাথে Planning Sector এর Theme. Planning সাবজেক্ট টা বেশ পুরোনো ১৯১৭ সালে Liverpool University তে সর্বপ্রথম Planning Degree Provide করে। সাবজেক্টটা কেনো সৃষ্টি হলো মনে প্রশ্ন জাগতেই পারে। শিল্প বিপ্লব এর পর Europe এ শুরু হয় Factory Town তৈরি।(Factory Town হলো এক ধরনের Town যেখানে Factory Workers থাকত)। Factory Town ছিলো কিছু আজকের দিনের বাংলাদেশের এর Slum গুলোর মত। সেইখানে পরিবেশ ছিলো অস্বাস্থ্যকর এবং আবর্জনাময়।
তখন Civil Engineers, Architects এবং সার্ভে ইউনিট নিয়ে প্রথম তৈরি হয় Town Planning Committee. কিন্তু বুঝতে পারছোই তারা ৩ টা ডিফারেন্ট সেক্টর মিলেও Town Planning এর সমস্যা সমাধান করতে পুরাপুরি সার্থক হয়নি। এ কারণেই Planner হিসেবে আরও একটি জব সেক্টর এর আগমন ঘটে এবং শুরু হয় Urban Planners দের জয় জয়কার।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়টি মূলত পূরকৌশল, স্থাপত্য বিদ্যার সংমিশ্রণ ।পুরকৌশল এর প্রাথমিক কিছু কোর্স করানো হয়।
পাশাপাশি স্থাপত্যবিদ্যা নিয়েও বেশ ঘাটাঘাটি করতে হয় । এছাড়া পরিকল্পনা বিষয়ক নিজস্ব কিছু কোর্স তো আছেই ।পরিকল্পনা বিষয়ক কোর্স গুলোর
উল্লেখযোগ্য হলঃ~ Site and Area Planning
~ Natural hazards & Disaster Management
~ Land Development and Management
~ Planning of Utility & Municipal Services
~ Planning of Tourism & Recreational Facilities
~ Environmental Planning & Management
~ Traffic & Transportation Studio
~ Transportation Policy & Planning
~ Rural Development Planning
~ GIS & Remote Sensing
~ Political Science & Local Government
~ Landscape Planning Design
~ Housing & Real Estate Development
এছাড়াও পুরকৌশলের কিছু কোর্সও পড়ানো হয়, , এর মধ্যে উল্লেখযোগ্য হল,~ Basic Environmental Engineering
~ Elements of Civil Engineering Structures
~ Water Resource Planning
এছাড়াও মেকানিক্স, প্রোগ্রামিং এবং স্থপত্য বিদ্যার কিছু
মৌলিক কোর্সও করানো হয় । এছাড়াও গ্রাফিক্সের কিছু
সফটওয়্যার, জী আই এস এসব সম্পর্কে বিষধ
ধারণা দেয়া হয়.(source:মোঃ সুপ্ত করিম-নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ,রুয়েট (১২ সিরিজ))
#চাকরীর_ক্ষেত্রঃ সরকারী চাকরীর ক্ষেত্রে উল্লেখযোগ্য হল,রাজধানি উন্নয়ন কতৃপক্ষ(রাজউক), এলজিইডি, এলজিআরডি, গণপূর্ত অধিদপ্তর,
দেশের সকল সিটি কর্পোরেশন, সকল পৌরসভা,পরিকল্পনা কমিশনে নগর পরিকল্পনাবিদের আসনে আসীনহতে পারবে । UNDP, UNICEF, UNESCO এর অধিনে আয়োজিত বিভিন্ন প্রজেক্টেও পরিকল্পনা বিদদের চাহিদা ভালই ।দেশেরপ্রতিটি কন্সট্রাকশন ফার্ম ও কন্সাল্টেন্সী ফার্মে স্বীকৃত পরিকল্পনাবিদ থাকাটা এখন বাধ্যতামূলক । আর বিভিন্ন রিয়েল ষ্টেট কোম্পানি, এনজিও,বেসরকারি সংস্থাতেও রয়েছে কাজের প্রচুর সুযোগ ।এছাড়া পরিকল্পনা বিষয়ক
বিভিন্ন সফটওয়্যার বিশেষ করে GIS (geographic information system) এর ব্যাবহারে দক্ষ হতে পারলে জীবনে কখনই থেমে থাকতে হবে না, GIS এর প্রয়োগবিধিতে দক্ষ হতে পারলে আবহাওয়া অধিদপ্তর,কৃষি বিভাগ, পরিবেশ অধিদপ্তর অনেক জায়গাতেই কাজ করা সম্ভব । এমনকি, ট্রান্সপর্টেশনের ক্ষেত্রেও এখন প্ল্যানার এর ব্যাপক চাহিদা সৃষ্টি হচ্ছে । এছাড়া যে কেউ চাইলেই প্রকৌশলীদের সাথে কারিগরি দিকেও কাজ
করতে পারে ।আর দেশের বাইরে এই সাবজেক্টের চাহিদা তো রীতিমত আকাশচুম্বী, ,উন্নত বিশ্বে নগর থেকে শুরু করে সকল স্থাপনাই সুপরিকল্পিত
ভাবে গড়ে উঠে, আর তাই উন্নত দেশগুলোতে এই সাবজেক্টের চাহিদা মনে হয়না নতুন করে বর্ণনা করার দরকার আছে ।তবে, শর্ত প্রযোজ্য, , তোমাকে অবশ্যই অবশ্যই এগুলার যোগ্য হতে হবে । শুধু পাশ করে বের হলেই যে তোমাকে আমাকে ডেকে দেশে কিংবা বিদেশে নিয়ে গিয়ে চাকরি দিবে,এইটা ভাবার কোন নাই.(source:মোঃ সুপ্ত করিম-নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ,রুয়েট (১২ সিরিজ))
3500 NGO এবং 250 tar beshi INGO আছে BD te. এগুলোতে প্ল্যানাররা কাজ করছে।
এবার আসি বাংলাদেশ এর Planning Sector নিয়ে। আমরা সবাই জানি উন্নত বিশ্বের থেকে আমরা সবসমহ পিছনে থাকি এবং এখনোও আছি।
এখনো বাংলাদেশ একটা পরিপূর্ণ পরিকল্পিত দেশ নয় যেমনটা বাইরের দেশগুলো অনেক পরিকল্পিত। যেমন: USA, UAE ইত্যাদি। So, বাংলাদেশকে কে তোমার Planning Creativity এবং Logic দিয়ে করে ফেলতে পারো বাইরের উন্নত দেশগুলোর মতই পরিকল্পিত।
Preferable sectors to carry on your higher Studies:
1. Transportation Engineering( মূলত Transportation Planning)
2.Development Studies
3.Disaster Management
4. Urban Design
5.Environmental Sector
6.GIS( Geographic Information System)
7. Landscape Planning
8. Urban Economics
9.Water Resource Development
11.Architecture
12.URP
এছাড়াও বিভিন্ন সেক্টরসে তুমি যেতে পারো চাইলে।
বাইরে যে URP এর ডিমান্ড আকাশ্চুম্বি তা তুমি একটু ঘাটাঘাটি করলেই জানতে পারো। অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতেও Planning Course চালু আছে।
যেমন:
1.University of Massachusetts- Amherst
2. University of Central Florida
3.Boston University.
4. Harvard University
7. University of Southern Carolina
8. Georgia Institute of Technology.
এছাড়াও বাংলাদেশে BUET,KUET,RUET,CUET,JU,KU তেও রয়েছে URP সাবজেক্টটি।একবার নিজের কাছে নিজের মেধা দিয়ে যাচাই করো যে যদি একটা সাবজেক্ট এর মূল্য কমই হয় তাহলে সেটা সরকার এতগুলা বিশ্ববিদ্যালয়ে চালু করলো কেন?
The people of the old world have their cities built for times gone by, when railroads and gunpowder were unknown. We can have cities for the new age that has come, adopted to its better conditions of use and ornament. We want,therefore, a city planning profession..
- Horace Bushnell,City Plans(1894)
শেষ এ বলতে চাই Engineer এবং Planner এর পার্থক্য কিছুই না তুমি যেকোনো Sector থেকেই সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারো। এছাড়াও অনেকেই Engineer হওয়ার সুযোগ পেয়েও Planner হওয়ার জন্য এ সাবজেক্টটি বেছে নিয়েছে।
এছাড়াও আমাদের দেখা অনেক পরিচিত সিনিয়র ভাইরাও Engineering সাবজেক্ট পেয়েও URP বেছে নিয়েছে।
আশা করি URP তোমাদের হতাশ করবে না।
Best of Luck, Beloved Juniors
(কোন ভুল হলে ক্ষমা করবেন)
moderated and checked by: Maahi Chowdhury bhai(URP,2K14,KUET)
written by : Rajin Redowan(URP,2K16)
moderated by:আহনাফ আদিব(URP,2K16)
#proud_to_be_a_planner
#proud_to_be_urpian

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.