মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

এই লেখাটা পড়ো ইম্প্রুভমেন্টের সব জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবে আশাকরি!

এই লেখাটা পড়ো ইম্প্রুভমেন্টের সব জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবে আশাকরি!

#ইম্প্রুভমেন্টঃ

ইঞ্জেনিয়ারিং এর জন্য বাংলাদেশের সবথেকে ভাল ইউনিভার্সিটি কোনগুলো তা বলার দরকার নেই। বুয়েট,কুয়েট,চুয়েট,রুয়েটের স্বপ্ন সবারই থাকে। এইখানে চান্স পরের কথা আগে কিছু রিকয়ারমেন্ট কমপ্লিট করতে হয়। আর তা এইচ.এস.সি এক্সামের রেজাল্টের উপর নির্ভর করে। আর রেজাল্ট খারাপ হয়ে গেলে ত এইখানে এক্সামই দিতে পারা যায় না।

শুধু তাই না এখন ত মেডিকেলের এক্সামেও জিপিএর উপর ২০০ মার্ক থাকে। রেজাল্ট খারাপ হইলে এইখানেও চান্স পাওয়া কষ্টকর হয়ে যায়।

যাইহোক অনেকেই জানতে চেয়েছে ইম্প্রুভ সম্পর্কে। আবার অনেকের আদৌ কোন ধারণাই যে ইম্প্রুভমেন্ট কি? তাই এই পোষ্টে ইম্প্রুভমেন্টের খুঁটিনাটি সব বলার চেষ্টা করব ইন-শা-আল্লাহ।

## ইম্প্রুভমেন্ট কি?
--- এ+ না আসলে নতুন করে সব এক্সাম দিয়ে আগের চেয়ে ভাল রেজাল্ট করা।

## কারা দিতে পারবে ইম্প্রুভমেন্ট এক্সামঃ
--- যাদেএ এ+ আসে নাই তারা দিতে পারবে। এ+ আসলে দেয়া যায় না।

## লাভ কি?
--- ইম্প্রুভমেন্ট দিলে সেকেন্ড টাইমার হিসেবে কাউন্ট করা হয় না। ফার্স্ট টাইমার হিসেবেই কাউন্ট হয়। (ঢাকা ইউনিভার্সিটি বাদে)
তবে কেউ যদি ১ম বার ঢাকা ভার্সিটিতে এক্সাম না দেয় তবে ইম্প্রুভমেন্ট দিয়ে এক্সাম দিতে পারবে।
আর মেডিকেলের ক্ষেত্রে সেকেন্ড টাইমারদের যে ৫ মার্ক কাটা যাইত তা যাবে না। (এই বছর কাটেনি)
বুয়েট,কুয়েট,চুয়েট,রুয়েটে এক্সাম দেয়া যায়। (আমি দিয়েছি)

## কোথাও ভর্তি থাকা অবস্থায় দেয়া যায়?
--- যায়। যদি কলেজ আগের রেজাল্টের সার্টিফিকেট, মার্কশীট না চায়।

## এক্সাম দিতে যা করা লাগবে
--- এইটা কলেজ টু কলেজ ভেরি করতে পারে। আমার ক্ষেত্রে আমি ডিরেক্ট কোন কাগজ ছাড়া কলেজে গিয়ে ফর্ম ফিলাপ করছিলাম। আমার টেস্ট এক্সামও দিতে হয়নি।

## নির্দিষ্ট কিছু বিষয় নাকি সব বিষয়ে এক্সাম দিতে হবে?
--- সব বিষয় দিতে হবে।

## সিলেবাস কি?
--- তুমি এবছর যে সিলেবাসে এক্সাম দিছ ঐসিলেবাসেই এক্সাম হবে। সো নতুন কোন সিলেবাস নেই। আগের পড়াই ঝালাই করে নিতে হবে।

## প্রাক্টিকাল সব দিতে হবে কিনা?খাতা নতুন করে করা লাগবে কিনা?
--- প্রাক্টিকাল সব দিতে হবে। আর খাতার ব্যাপার টা নতুন করে করা লাগে নাই আমার। আমার যে কলেজে প্রথমবার এইচ.এস.সি এক্সাম হইছিল ঐকলেজের কিছু টিচার আমার পরিচিত ছিল। তাই আমি ঐখান দিয়ে খাতা নিয়ে আসছিলাম আর ঐ খাতাতেই হইছিল।

## রেজাল্ট আগের চেয়ে ভাল হলে সব ইউনিভার্সিটি তে এক্সাম দেয়া যাবে কিনা?
--- যাবে। যদি এবছর ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দিয়ে না থাক তাইলে ঢাকা ইউনিভার্সিটিতেও এক্সাম দিতে পারবা। এবার কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এক্সাম দিলেও প্রবলেম নাই। রেজাল্ট ইম্প্রুভ হলে ঐগুলাতেও দিতে পারবা। আর মেডিকেলে যদি দেও তাইলে ৫ মার্ক কাটবে না।

****সবশেষে কিছু কথাঃ
--- নিজের জন্য পড়। নিজেকে শক্ত কর। অনেক কষ্ট হবে হয়ত কিন্তু ফলটা মিষ্টি হবে। রাস্তাটা যদি সহজ হয় তাহলে বলার মত কোন গল্প থাকবে না। যত কঠিন হবে তোমার জীবন ততটাই সুন্দর হবে। এ+ পাওনি,চান্স পাওনি তা নিয়ে মন খারাপ না করে সেইটাকে শক্তিতে পরিনত কর। জীবন যুদ্ধে জয় পাবা।

উদ্ভাসে ২য় বার ক্লাস করার সময় তাওহীদ ভাই একটা কথা জিজ্ঞেস করছিলেনঃ
-- ম্যাচিউরিটি কি? উত্তর টা উনিই দিছিলেন, "কোন কিছু মেনে নেয়াটাই ম্যাচিউরিটি। বাচ্চাদের ইমম্যাচিউর বলা হয় তাই তারা সহজে কোন আবদার ছেড়ে দেয় না।"

সো তুমি ম্যাচিউর হইও না। চান্স পাওনি সেটা মেনে নিও না।

পোষ্টা সবার জন্য না। সবাইকে চান্স পেতে হবে না। ২/১ জন যদি পোষ্ট টা দেখে নিজেকে গড়তে পারে সেইটাই পোষ্ট দেয়াটার সফলতা। তাই নিজের একটা গল্প বানাও। গল্পটা নিয়ে গর্ব করার মত বানাও। বেস্ট অফ লাক।

Aidid Alam
- MIE (Cuet 17)

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.