শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

SUST QA EXAM PREPARATION GUIDELINE

প্রশ্ন ব্যাংক বুদ্ধিমানেরা কমন পাওয়ার জন্য পড়ে না। ভর্তি পরীক্ষায় কোন বই পড়লে কমন পড়বে এই ধারণা নিয়ে যারা বসে থাকে তারা অন্য শিক্ষার্থীদের চেয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থী এইটা অধিকাংশ ক্ষেত্রে সত্যি।
প্রশ্নব্যাংক প্রথমত পড়তে হয় যেই বিশ্ববিদ্যালয়ে কেউ পরীক্ষা দিবে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন জানতে। প্রতিটি বিশ্ববিদ্যালয়েরই নিজস্ব একটা ধরণ আছে। কিছু ক্ষেত্রে মিলে গেলেও পার্থক্যও কম নয়।
দ্বিতীয়ত, প্রশ্নব্যাংক সল্ভ করলে প্রশ্নের ধরন সম্পর্কে অনেক খুঁটিনাটি জানা যায় যেটা মূল বই থেকে পাওয়া যায় না। মূল বই থেকে একটা টপিক ভালোভাবে পড়া গেলেও ঐ টপিক থেকে কি কি প্রশ্ন কত ভাবে ঘুরিয়ে পেচিয়ে আসতে পারে জানা যায়। প্রশ্নব্যাংক সল্ভ করলে আরো অনেক উপকারীতা আছে সেটা অন্য কোন পোস্ট এ বলবো।
সাস্টের জন্য SUST Q বইটি একটি প্রশ্নব্যাংক। অনেকে জানতে চায় বইটি পড়লে কমন পড়বে কিনা? চান্স পাওয়া যাবে কিনা? আমাদের উত্তর সাস্ট কিউ বইটি কমন পাওয়ার জন্য বা পড়েই চান্স পাওয়ার জন্য নয়। বইটি তোমার প্রস্তুতিকে মজবুদ করার জন্য, কেমন প্রশ্ন হয় তা জানার জন্য, কি পড়তে হবে, কি পড়তে হবে না তা ক্লিয়ার করার জন্য।
তবে সাস্ট কিউ বইটি বাজারের প্রচলিত বই গুলোর মত নয়। নিজে না দেখলে বুঝবে না। বইটিতে কোনো প্রশ্নের শুধু সমাধানই দেয়া তা নয় প্রশ্নটি যে টপিক থেকে এসেছে ঐ টপিকটি ও বিস্তারিত ব্যাখ্যা সহ ক্লিয়ার করে দেয়া। কেননা যেহেতু টপিকটি থেকে আবারো প্রশ্ন আসতে পারে।
স্বল্প সময়ে প্রস্তুতি নিতে SUST Q বইটি তোমাদের অনেক হেল্প করবে আশা করি। তাই শেষ সময়ের প্রস্তুতি চলুক SUST Q বইটি নিয়ে।
সকলের জন্য শুভ কামনা!
POST CREDIT-SUST QA 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.