শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮

RUET Admission Help desk -ভর্তিযুদ্ধ

শেষ মুহুর্তে... (FAQ)
-bhaiya ki porbo??
বই পড়বা৷সুত্র গুলো বারবার দেখো। প্রতি টাইপ থেকে প্রেক্টিস করো।প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করো। পদার্থ,গণিত একই রকম আসে৷ ম্যাথমেটিক্যাল প্রব্লেম। ভালো করে প্রাকটিস করতে থাকো। ক্যালকুলাস এর লিমিট,এরিয়া,লঘুমান,গুরুমান এগুলা থেকেই বেশি আসে৷
-chemistry??
রসায়ন বেসিক থেকেই করবে। জৈব যৌগ যারা স্কিপ করে আসছো তারা কিছুটা ডেঞ্জার জোনে। সক্রিয়ন শক্তি,নার্নস্ট,সংকরায়ন,সাম্যাবস্থা এসব মোস্ট ফেমাস টপিক থেকেই কোশ্চেন আসবে৷ এক কথায় কয়েকটা আসতে পারে৷ x বিক্রিয়ায় y দিলে কি হবে? z চূর্ণ দিলে কি হবে? এমন। এমন কোশ্চেন বেশি আসে না৷ ম্যাথ টাইপ ই বেশি। বিক্রিয়া সম্পূর্ণ করতে দিবে কয়েকটা।
-bhaiya English kemon ashbe?
কোশ্চেন ব্যাংক দেখলেই বুঝবা একই প্যাটার্ন ফলো করা হয়৷ চিন্তার কিছু নেই৷ seen comprehension থাকে ১০ নাম্বারের মতো। ট্রান্সলেশন, ভয়েস,ট্যাগ এগুলাই। একদম বেসিক৷
-bhaiya koto pele tika jabe?
এক্সাম হবে ৩৫০ নাম্বারে। ধরো তুমি ৩৪০ পেলে 😍
কিন্তু বাকি ১২৩৫ জনের নাম্বার ৩৪১ এর উপর।(কথার কথা) তার মানে তুমি টিকবা না। কিন্তু হায়েস্ট ই যদি ৩০০ উঠে তাহলে তুমি পাও ২০০ আর এর মাঝে মার্ক্স আছে ১০০০ জনের। তার মানে ২০০ এর কম পেয়েও অনেকে টিকবে৷
মোট কথা এটা বলা যায় না। কোশ্চেন লেভেল কেমন,সবাই কেমন এক্সাম দিলো তার উপর ডিপেন্ড করে৷
তবে হ্যা যদি অনুমান করতে বলো সেটা কেবলই ব্যাক্তিগত অভিমত।
সেক্ষেতে আমি বলব ২৪০+ পেলেই চান্স হয়।
-Bhaiya partial marks ache?
হ্যা। যেখানেই রিটেন এক্সাম সেখানেই পার্শিয়াল মার্ক থাকে৷ তাই সেদিকে খেয়াল রেখো। ১ টা নাম্বার ও খুব গুরুত্বপূর্ণ। আর কিছু না পারলেও অই ম্যাথ রিলেটেড সূত্র লিখে আসবা। (যেগুলা সিউর আগে সেগুলা এন্সার করে যদি হাতে সময় থাকে)
-Bhaiya RUET e best Subject konta?
সাব্জেক্ট e^x. ডিফারেনশিয়েট বা ইন্ট্রিগ্রেটেড যাই করো সেইম ই থাকবে৷ তুমি এটা কিভাবে পড়তেসো,কেমন শিখতেসো,রেজাল্ট করতেসো তার উপর তোমার ভবিষ্যৎ।
এখানে যে সাব্জেক্ট গুলা পড়ানো হয় সব গুলারই ল্যাব ফ্যাসিলিটি ভালো, ডিমান্ড প্রচুর।
-Bhaiya CSE/EEE pete koto marks lagbe?
এটাও একটা আপেক্ষিক প্রশ্ন৷ অনেক প্রভাবক আছে৷ কখন এক্সাম হচ্ছে, এর আগে কোথায় এক্সাম হইসে,রেজাল্ট দিসে ইত্যাদি ইত্যাদি। এটাও বলা যায় না। তবে তুমি যদি টপ ১৮০ এর ভিতর থাকতে পারো তবে সিউরিটি দিতে পারি যেটা খুশি তাই নিয়ে পড়তে পারবে৷
*বিগত ৪-৫ বছরের পরিসংখ্যান মতে সবার আগে EEE শেষ হয়*
-Bhaiya result kobe dibe?
নির্ধারিত সময় পার হবে না। এর মধ্যেই পেয়ে যাবা।বেশিরভাগ সময় ৪-৫ দিনের মাথায়ই দিয়ে দেয়া হয়।
-Bhaiya ashbo kivabe? Thakar problem, ki korbo?
চিন্তার কিছু নেই। ব্যাবস্থা হয়ে যাবে৷
এটা নিয়ে বিস্তারিত পোস্ট দেয়া হবে।
-Bhaiya kono experience share korben exam er?
হ্যা৷ এডমিট কার্ড টা ভালো মতো পড়ে নিও। যা যা বলা আছে ফলো করিও৷ গতবার hsc admit card ফটোকপি এর জন্য অনেকের ঝামেলা হইসিলো। সো বি কেয়ারফুল।
ভয়ের কিছু নেই। যা পারো তা যেন ভুল না হয়- তাহলেই দেখবা টিকে গেসো,আর পজিশনের জন্য একটু ইফোর্ট তো দিতেই হবে৷
দেবদারু ঘেরা ১৫২ একরের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তোমার পদচারনায় মুখরিত হবার অপেক্ষায়....
(আরো কিছু জানার থাকলে কমেন্টে বলতে পারো)
Shibly Imam
EEE 17

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.