শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

এক্সপি’র পরে এবার বন্ধ হচ্ছে উইন্ডোজ ৭ এর সকল কার্যক্রম!

দীর্ঘ ১৩ বছর সফল যাত্রার পর গত ৮এপ্রিল বন্ধ করে দেয়া হয়, উইন্ডোজ এক্সপি’র সকল সেবা। এক্সপি বন্ধের পর যখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে উইন্ডোজ ৭, ঠিক তখনই এই সংস্করণটিও বন্ধ করে দেয়ার উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট।

সম্প্রতি এক অনুষ্ঠানে, বর্তমানের জনপ্রিয় কম্পিউটার অপারেটিম সিস্টেম উইন্ডোজ ৭ এর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষনা দেয় নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। মূলত উইন্ডোজের পরবর্তী ভার্সনগুলো জনপ্রিয় করতে এরকম উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।


এ প্রসঙ্গে মাইক্রোসফট কর্পোরেশন থেকে জানানো হয়েছে, আগামী  ১৩ জানুয়ারি ২০১৫ এর পর থেকে আনুষ্ঠানিক ভাবে বন্ধ করে দেওয়া হবে উইন্ডোজ ৭ এর সকল কার্যক্রম। এই একই পদ্ধতিতে ২০১৮ সালের ৯ জানুয়ারির পর উইন্ডোজ ৮ এবং ৮.১ সংস্করণের ভার্সনটি বন্ধ করে দেবে মাইক্রোসফট।
উল্লেখ্য, এই একই সময়ে উইন্ডোজের নতুন ভার্সণগুলো বাজারে আসবে বলে জানিয়েছে মাইক্রোসফট। এরই ধারাবাহিকতায় এ বছরেই এই পরিকল্পনা অনুযায়ী এক্সপি’র সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, ইতিমধ্যে তারা  উইন্ডোজ ৯ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এবং আগামী বছরের শুরুর দিকে উইন্ডোজ ৯ বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের।

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.