
উল্লেখ্য ২০১০ থেকে জুন ২০১২-এর
মধ্যে বিক্রি হওয়া বিভিন্ন মডেলের ল্যাপটপের সঙ্গে ত্রুটিপূর্ণএই চার্জিং
কর্ডগুলো সরবরাহ করেছিল এইচপি।
এ বিষয়ে এক প্রতিবেদনে এইচপি’র পক্ষ থেকে
জানানো হয়েছে, প্রাথমিকভাবে প্রায় ৬০ লাখ ল্যাপটপের চার্জিং কর্ড পাল্টে
দেওয়ার পদক্ষেপ গ্রহন করা হয়েছে। কেননা ২০১২ থেকে ২০১৪ সালের জুন মাসের
মধ্যেই এইচপি’র কাছে প্রামানসহ সর্বমোট ২৯টি দুর্ঘটনার অভিযোগ রয়েছে।
যারমধ্যে ত্রুটিপূর্ণ চার্জিং কর্ডের
কারনে দুইজন গুরুতর আহত হওয়া ছাড়াও ১৩ জন ভুক্তভোগীর ঘরের আসবাবপত্রের নষ্ট
হবার অভিযোগও রয়েছে। যদিও এইচপি’র পক্ষ থেকে দাবী করা হয়েছে উল্লেখিত সময়ে
সবরাহকৃত সকল চার্জিং কর্ড ত্রুটিপূর্ণ নয়।
এইচপি ল্যাপটপের ত্রুটিপূর্ণ চার্জিং
কর্ডের কর্ডগুলোর তালিকা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই
ঠিকানায়ঃ http://h30652.www3.hp.com/ ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন