
টেক-টিউনস.কম-এ ইতিপূর্বে জানানো হয় আগামী ২০১৫ সালের মাঝামাঝি সময়ে আসতে পারে বাজারে আসছে উইন্ডোজ ৯।
এদিকে আগামী সেপ্টেম্বর মাসেই দারূন সব
ফিচার নিয়ে প্রযু্ক্তি বাজারে উইন্ডোজ ৯ মুক্তি পাচ্ছে বলেই নিশ্চিত করে
ব্রিটিশ-আমেরিকান প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল।
এদিকে, অপর এক মার্কিন প্রযুক্তি বিষয়ক
সাইট দ্য-ভার্জ এক রিপোর্টে জানায়, চলতি বছরের হ্যালোইনের আগেই উইন্ডোজ ৯
বাজারে লঞ্চ হতে যাচ্ছে। তবে প্রাথমিক পর্যায়ে এটি বিশ্বব্যাপি উইন্ডোজ
ডেভেলপারদের জন্য প্রিভিউ সংস্করণ হিসেবেই পাওয়া যাবে।
প্রকাশের নির্দিস্ট কোন তারিখ জানা না
গেলেও সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই
উইন্ডোজ-৯ বাজারে আসবে বলেই জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা।
তবে সর্বসাধারণের জন্য বেটা ভার্সণ বের হবে কিনা সে ব্যাপারে কিছুই জানায়নি
ম্যাশএবল বা দ্যা ভার্জ।
আসন্ন উইন্ডোজের নতুন ভার্সণের নাম
‘থ্রেশোল্ড’ দিয়েছে মাইক্রোসফট কর্পোরেশন। সর্বশেষ সংস্করণ উইন্ডোজ
৮.১ ব্যবহারের সীমাবদ্ধতা দূর করে এবং গ্রাহকদের কাছ থেকে পাওয়া মতামত সমূহ
নিয়ে কাজ করেই নানান সব ফিচার নিয়ে সাজানো হয়েছে এবারের উইন্ডোজকে।
ফিচার হিসেবে থাকছে, ডেস্কটপে যুক্ত হওয়া
নতুন এক উইন্ডোর মাধ্যমেই উইন্ডোজের সকল অ্যাপগুলো চালানোর সুবিধা।
এছাড়াও ভয়েস কমান্ডের মাধ্যমে কাজ করার সুবিধা নিয়ে যুক্ত করা হচ্ছে ভয়েস
অ্যাসিস্টেন্ট ‘করটানা’। যা কিনা পূর্বে কেবল উইন্ডোজ এনাবলড
স্মার্টফোনের জন্যই তৈরী করা হয়েছিল।
তবে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন মাধ্যমেই
আসন্ন উইন্ডোজ নিয়ে নানা ধরণের আলোচনা বা খবর প্রকাশিত হলেও এখন
পর্যন্ত নতুন সংস্করণ নিয়ে মুখ খোলেনি এর নির্মাতা প্রতিষ্ঠান
মাইক্রোসফট।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন