
এ বিষয়ে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এক
প্রতিবেদনে জানিয়েছে, ‘গেইমটি তৈরিতে ৫০ কোটি ডলার খরচ হয়েছে নির্মাতাদের।
মূলত, গেইমটিতে ৭০০ বছর পর ভবিষ্যতের পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব রক্ষায়
গেইমারকে পৃথিবী, মঙ্গল, শুক্র ও চাঁদের বুকে এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করতে
হবে।’
এদিকে গেইমটির ডিজাইনার ডেরেক ক্যারোল বলেন, ‘নিঃসন্দেহে অনলাইন গেইমিং জগতে ডেসটিনি নতুন এক মাত্রা যোগ করবে।’
উল্লেখ্য, গত জুলাই মাসেই গেইমটির বেটা ভার্সনটি খেলতে হুমড়ি খেয়ে পরেছিলেন প্রায় ৪৫ লাখ গেইমার, যা ভিডিও গেইমিং জগতের নতুনরেকর্ড। তাই নির্মাতারা আশা প্রকাশ করছেন চলতি মাসেই এই সংখ্যা ১ কোটি অতিক্রম করবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন