শনিবার, ৩ নভেম্বর, ২০১৮

SUBJECT_REVIEW #PHYSICS

SUBJECT_REVIEW
#PHYSICS
#PHYSICS_JOBs_SALARY
ও তুমি পদার্থবিজ্ঞানে পড়? পদার্থবিজ্ঞান পইড়া কি হবে? (What will you do after studying physics?) expressionless emoticon
ইন্টারমিডিয়েট এ থাকাকালীন সময়ে অনেকের ফিজিক্স অনেক ভাল্লাগে। কিন্তু টু বি হনেস্ট, যখন ভার্সিটির ভর্তি আসে তখন মেরিট লিস্টে প্রথম দিকে থাকা সবাইই এই সাব্জেক্টটাকে এড়িয়ে যান। তারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং , সিভিল, মেকানিকাল, আইপিই ইত্যাদি সাব্জেক্টে আগে ভর্তি হয়ে যান। এর কারণ কি?
(১) পিওর সাব্জেক্ট হওয়ার কারণে, তুলনামূলক ভাবে এই সাব্জেক্ট অনেকটাই কঠিন। (ইহা কঠিন সত্য)
(২) এই সাব্জেক্টের নাকি ফিউচার নাই? Seriously????
আসেন এই সাব্জেক্ট এর ফিউচার দেখাই -
1. NASA ,
The Dream Job for all Physicist. যারা বলেন ফিজিক্সে ফিউচার নাই , তারা হয়ত জানেন না NASA তে চাকরী করা অধিকাংশ লোকই ফিজিক্সের গ্রাজুয়েট। এবার বলতে পারেন, এইটাতো ছেরা কাথায় শুয়ে চাদের সপ্ন দেখার মত।
.
একটা গল্প বলি , শাবিপ্রবির (SUST) এক বড়ো ভাইয়ার গল্প।উনার নাম অমিত বিক্রম। শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় প্রথমদিকে অবস্থান ছিলো উনার। ভাইয়ার ইচ্ছা ছিলো থিওরিটিক্যাল পদার্থবিজ্ঞান নিয়ে পড়ার। তাই উনি পদার্থবিজ্ঞানেই ভর্তি হলেন। এখন নাসায় আছেন।
আর একজন ভাইয়ার কথা বলি। নাবিল ভাইয়া। সাস্ট থেকে পদার্থবিজ্ঞানে পাশ করেছেন। সাস্টের ড্রোন টিমের অন্যতম পাইওনিয়ার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রজেক্টেও ডাক পড়ে উনার। আর সবচেয়ে গুরুত্বপূর্ন ব্যাপার হলো ভাইয়া নিজে PHD করেন নি। কিন্তু উনার আবিষ্কার এখন PHD গবেষক রা ব্যবহার করেন ।প্রত্যেক বছর নাসাতে এইরকম আরো অনেক পদার্থবিদদের জায়গা হয়।
NASA তে পদার্থবিদদের জন্য জবঃ Computer Scientist,Astrophysi­cs,Physical Scientist ,Research consultant, Data scientist
.
NASA তে Salary: $86,000-$155,000 (Yearly) যা বাংলাদেশী টাকায় প্রায় ১,৩১,৭৫,০০০ টাকা।
2. Google এ প্রায় ২০০+ সিট আছে পদার্থবিদদের জন্য। যেমনঃ Marketing Analytical Manager ,Software Engineer, Audio System Engineer,Data Scientist.
MICROSOFT এ Salary: সর্বনিম্ন $93,000 থেকে $160000(Yearly) ডলার দিয়ে একজন পদার্থবিদকে সম্মান করা হয়। বাংলাদেশী টাকায় যা ১ কোটি ৩৬ লক্ষ টাকা।
এছাড়াও,
3. CERN
4. Microsoft
5. Accenture
6. Air Force Research Laboratory
7. Ajax Tocco Magnethermic
8. Battelle
9. Boeing
10. CAR Technologies, LLC
11. Center for Automotive Research
12. Cisco Systems
13. Cook Nuclear Plant
13. Electroscience Laboratory
14. Fort Calhoun Nuclear Station
15. General Electric Aviation
16. Great American Financial Resources
17. Honda Research and Development Americas, Inc.
18. IBM
19. Idaho National Laboratory
20. ITT Industries
21. Johns Hopkins University Applied Physics Lab
22. JP Morgan Chase
23. Meyer Sound, Inc.
24. Nationwide Financial
25.Raytheon Integrated Defense Systems
26. Wright-Patterson Air Force Base
27. Accelerator Operator
28. Applications Engineer
29. Data Analyst
30. Design Engineer
31. High School Physics Teacher
32. IT Consultant
33. Lab Technician
33. Laser Engineer
34. Optical Engineer
35. Research Associate
36. Software Developer
37. Systems Analyst
38. Technical Specialist
39. Web Developer
এই জবগুলার প্রতেকটার Monthly Salary 3500$-15000$ এর মধ্যে , বাংলাদেশী টাকায় মাসিক প্রায় ২,৯৭,৩২৫ থেকে ১২,৭৪,২৫০ টাকা। এর পরেও বলেন ফিজিক্সে জব নাই।
.
এতক্ষন তো বিদেশের কথা বলতেসিলাম এবার আসেন, একটু বাংলাদেশে আসি,
.
সরকারী চাকরীঃ
১।বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এ Scientific Officer হিসেবে সরকারী বেতন স্কেল অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা ( বেতন স্কেল) প্রদান করে একজন পদার্থবিদকে সম্মানিত করা হয়।
২। মহাকাশ গবেষনা কেন্দ্র এ Scientific Officer হিসেবে সরকারী বেতন স্কেল অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা ( বেতন স্কেল) প্রদান করে একজন পদার্থবিদকে সম্মানিত করা হয়।
৩। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ যা সাইন্স ল্যাব হিসেবে পরিচিত ,এখানে সাইন্টিস্ট হিসেবে একজন পদার্থবিদকে নিয়োগ দেওয়া হয় যাদের স্যালারী থাকে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা ( বেতন স্কেল অনুযায়ী)
৪। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক। (BUET,CUET,SUST,DU)
.
বেসরকারী চাকরীঃ
১। ব্যাংক - Probationary Officer যাদের স্টার্টিং স্যালারীই থাকে ৩৮ হাজার টাকা।
২। ইলেক্ট্রিক্যাল পাওয়ার প্লান্ট- বাংলাদেশে অনেক গুলা ইলেক্ট্রিক্যাল পাওয়ার প্লান্ট আছে ,
-Nuclear Power Plant Bangladesh
- North West Power Gen
-Ashuganj Power Station Co Ltd
-Max Powerplant Bangladesh
এসব কোম্পানীতে ৩৩ হাজার টাকা স্টার্টিং স্যালারী দিয়ে একজন পদার্থবিদকে Executive Trainee হিসেবে রাখা হয়।
৩। Bangladesh Petrolium Institute (BPI) তে একজন পদার্থবিদকে ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা স্যালারী দিয়ে নিয়োগ দেওয়া হয়।
৪। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ও সস্তি লিমিটেড এ স্টার্টিং এ ২৫ হাজার টাকা দিয়ে একজন পদার্থবিদকে প্রোগ্রামার হিসেবে নিয়োগ দেওয়া হয়। যদিও প্রোগ্রামার হতে কোন সাব্জেক্টের দরকার নাই তারপরও ফিজিক্স ব্যাকগ্রান্ড নিয়ে প্রোগ্রামার হওয়ার আলাদা একটা মুল্য আছে ।
.
তবে আপনি যদি ফিজিক্সে ভর্তি হয়েই চিন্তা করেন, যে আপনি সব যায়গায় চাকরী পেয়ে যাবেন তাহলে এই সেক্টর আপনার জন্য না। শাবিপ্রবির CSE'র অধ্যাপক এবং EEE বিভাগের প্রধান ড. মুহাম্মদ জাফর ইকবাল স্যার বলেছেন, "আমি কেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আর ইলেক্ট্রিক নিয়ে কাজ করতে ভয় পাই না জানো? কারণ আমি পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলাম।"
সব চাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, " যদি ফিজিক্স কে ভালো না বাসো? তবে এ সাব্জেক্ট এ এসো না "
কালেক্টেড

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.