শনিবার, ৩ নভেম্বর, ২০১৮

সাবজেক্ট রিভিউ! * Industrial & Production Engineering *

সাবজেক্ট রিভিউ!
* Industrial & Production Engineering *
প্রথমেই বলে রাখি, এই রিভিউটা সম্পূর্ণ আমার জানা শোনা নিয়ে লেখা, কোনো বাড়িয়ে বলা নেই এখানে! তাই বস্তাপচা রিভিউগুলোর চেয়ে একটু কম চাকচিক্যময় হলেও বাস্তবতার সাথে ভালো পরিচয় করাবে আশা করি!
***
IPE সাবজেক্ট একটি নতুন সাবজেক্ট, কম্পারেটিভলি (EEE, ME, CE এর চেয়ে!)। এটি মেকানিকাল ফ্যাকাল্টির একটা স্পেশালাইজড সাইড!
ওয়েট ওয়েট! খটকা লাগছে? এখন সবাই ভেবে বসতেছো যে, মেকানিকাল তো বড় (মাদার সাবজেক্ট), আইপিই তো তাইলে এটার বাচ্চা! সো এটা পড়ে লাভ নাই!
সমস্যা এইখানে আমাদের! চিনি শুধু ৩ টা নাম! ইলেক্ট্রিকাল, সিভিল আর মেকানিকাল! আর কিছু তো আমাদের কানেই আসেনা! ইদানীং একটু আধটু কম্পিউটার নিয়ে হালকা পাতলা আসে!
একটা কথা বলে রাখি, মন দিয়ে শুনো ভাইয়া আপুরা,, "স্পেশালাইজড" সাবজেক্ট একটা স্পেসিফিক বিষয় নিয়ে ডিল করে, তাই এটা সবসময় আলাদা গুরুত্ব বহন করে, নিজেরাই বুঝবে যখন পড়বে। তাই গতবাধা কথা থেকে বের হয়ে আসতে হবে!
***
এখন আসি এত বড় করে দেখানো "আইপিই" তে আসলে কি কি পড়ানো হয়?
ওয়েট!
যে যেখানে বসে আছো! নড়বানা! চুপ করে বসে চারিদিকে তাকাও!
কি দেখছো?
- তোমার পরনে জামা? পায়ে জুতা? উপরে ফ্যান? পাশে পড়ার টেবিল? টেবিলের উপরে ম্যাটাডোর এর কলম? সামনে ইউনিলিভারের প্রোডাক্ট?!
এইতো?
এখন বলছি, এইসব কিছুতে একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এর ইনভলমেন্ট আছে! (তার মানে এটা বলছি না যে তারা এটা বানিয়েছে! বুঝো ভালোমতো!)
- Manufacturing Process
- Operations Management
- Operations Research
- Quality Management
- Marketing Management
- Suppy Chain Management
মানে কি দাড়াচ্ছে?
- মানে হলো একটা প্রোডাক্ট এর ইনপুট থেকে প্রোসেসিং হয়ে আউটপুট বের হবার পরে তার কোয়ালিটি নিশ্চিত করে তা মানুষকে জানানো, তারপরে তা মানুষের কাছে পৌছানো! টোটাল এই কাজটা "আইপিই" করে থাকে!
এই কোর কোর্স গুলো ছাড়াও আরো অনেক বিষয়ে এখানে পড়ানো হয়!
***
আরেকটা জরুরি কথা!
- তুমি যে সাবজেক্ট এই পড়ো না ক্যানো, প্রথম দুই বছরে অন্যান্য সাবজেক্ট র সম্পর্কএ বেসিক(Basic) পার্টগুলো পড়ানো হয়। এটা যেকোনো সাবজেক্ট এই!
আমাদের ক্ষেত্রে যেমন-
* CSE (2 Courses)
* EEE (2 Courses)
* ME + CE (Mechanics)
অর্থাৎ তুমি "আইপিই" তে পড়ছো মানে এই না যে, তুমি অন্য সাবজেক্ট নিয়ে পুরোপুরি আনাড়ি থাকবা! বেসিক টা তুমি জানতে পারবে ভালোভাবেই!
***
হ্যা! বিশেষ বিজ্ঞপ্তি!
ডিজাইনার দের জন্য ও এই ডিপার্টমেন্ট পিছিয়ে নেই! ডিজাইনার হতে চাইলে শিখতে পারবে সহজেই, কারন এ নিয়েও কোর্স আছে!
- AutoCad
- Solidworks
***
এতখন কথা হলো অনলি "আইপিই" নিয়ে! এখন কথা হবে কুয়েট "আইপিই" নিয়ে!
একটা কমন প্রশ্ন- কুয়েটে " IPE না হয়ে IEM কেনো? "
- সিম্পল উত্তর : কারন এই সাবজেক্টে Management নিয়েও অনেক জোর দেয় হয়! (ইতিমধ্যে এগুলা উপরে দেখানো কোর কোর্স গুলোর মাঝেই দেখেছো!)
তাই কুয়েটে "Industrial Enginnering & Management" নামে এটি পরিচিত! তবে ভয় পেয়ো না,, এর মানে এই না যে, অন্য ভার্সিটির IPE আর কুয়েটের IEM ভিন্ন! MIND IT!
***
Higher Study???
- অনেক ভালো চান্স আছে! আমাদের কুয়েটের অনেক ভাই আপুরা এখন বাইরে পড়াশোনা করছেন! USA তে আমাদের কুয়েটিয়ান "আইপিই" দের অভাব নেই! তাই আরো পড়াশোনা করতে চাইলে কুয়েট "আইপিই" অনেক ভালো অপশন!
স্ট্রং এলামনাই প্যানেল হচ্ছে আমাদের!
***
এতখন কথার পরেতো বুঝতেই পারছো একি সাথে "ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট" - এই ইউনিকনেস নিয়েই "আইপিই" র জন্ম!
এখন তোমাদের এক্সপেক্টেড প্রশ্নের উত্তর দিয়ে শেষ করছি!
১. ভাইয়া, চাকরীর বাজার ক্যামন???
-- আপাতত পড়াশোনা করো, চাকরী নিয়ে পরে ভাবা যাবে!
তবুও বলে যাই,, দেশের WALTON, NESTLE সহ মাল্টিন্যাশনাল কোম্পানি, Pran RFL Group, Furniture Industry, Garments সহ বিভিন্ন ইন্ডাস্ট্রি তে জব আছে! সো টেনশন নেই!
ঠিকমত পড়াশোনা করে নিজেকে এস্টাবলিশ করার দিকে নিয়ে যাও, চাকরীর অভাব হবে না আশা করি "আইপিই" তে!
২. চাকরী তে বেতন?
-- ভাইয়ারা, বাবার কাছে টাকা চাইলেও ধাপে ধাপে মাসে মাসে এমাউণ্ট বাড়াতে হয়, একবারে ধুপ করে অনেক চাওয়া যায়না!
এখানেও সেইম! এভারেজ রেঞ্জ ই থাকবে! গ্রাডুয়ালি পেমেন্ট বাড়বে সিউর! তবে হ্যা, ইন্সিউর করছি যে, চাকরি পাওয়া নিয়ে ঝামেলা হবেনা!
কি মনে হচ্ছে? কোর সাবজেক্ট না বলে বেতন কম পাবা? অন্যান্য ডিপার্টমেন্ট এর তুলনায় ইনকাম কম হবে?!
না ভাইয়া, আপু! অন্যান্য ডিপার্টমেন্ট এর সাথে তুলনা করলে সবগুলোতেই সেইম বেতন এর রেঞ্জ ই থাকে! ডিফার করেনা!
তবে একটা স্পেশালাইজড এডভান্টেজ পাবা এখানে, সেটা হলো ইঞ্জিনিয়ারিং এর সাথে ম্যানেজ করার ক্যাপাবিলিটি, যেটা তোমাকে বেটার জব পেতে অনেক বেশি সহায়তা করবে!
আর তুমি যদি কোনো সেক্টরে স্পেশাল হও (যেমন ডিজাইনার), তো তোমার বেতন স্পেশাল হবে! এটা আসলে প্রতিটা ডিপার্টমেন্ট এর জন্যেই প্রযোজ্য!
***
আশা করি ভালোমতো চিন্তা করে একুরেট সিদ্ধান্ত টাই নিতে পারবে!
শুভ কামনা!
***
Raihan Ahmed Joy
4th Year
Industrial Engineering & Management
KUET.

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.