সাব্জেক্ট রিভিউঃ Mechanical Engineering (যন্ত্রকৌশল)
.
একবার ভেবে দেখেছ কি, ইঞ্জিনিয়ার শব্দটির উৎপত্তি হল কিভাবে? হুম ঠিক ধরেছ, ইঞ্জিন থেকে; আর এই ইঞ্জিন সম্পর্কিত বিষয়গুলো যে প্রধানত মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এই পড়ানো হয় সেটা নিশ্চই বলার অপেক্ষা রাখেনা! পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ারও কিন্তু একজন মেকানিকাল ইঞ্জিনিয়ার!(ওনার পরিচয় খোঁজার দায়িত্ব তোমাদের উপরই দিলাম)..যেহেতু ইঞ্জিনিয়ারিং এর উৎপত্তিই ঘটেছে এখান থেকে, তাই সাধারণত মাদার এবং অনেক ক্ষেত্রে ফাদার অফ ইঞ্জিনিয়ারিং বলতে মেকানিকাল কেই বোঝানো হয়।
.
এবার কিছু প্রশ্নের উত্তর দাওঃ
১) তোমার ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন কি ছোটবেলার সেইসব খেলনা গাড়ি,প্লেন ইত্যাদি নিয়ে গুঁতোগুঁতি থেকে এসেছে?
২) তোমার কি যে কোন যন্ত্রপাতি দেখলেই সেটি খুলে ভেতরের রহস্য উদঘাটনের প্রবল ইচ্ছা জাগে?(পুনরায় লাগাতে পারবে কিনা সেটা পরের বিষয়)
৩)তোমার কি সবকিছু বুঝে বুঝে পড়ার অভ্যাস? অথবা না বুঝে ঢালাও মুখস্ত একদমি সহ্য করতে পারনা?
.
এই সবগুলো প্রশ্নের উত্তর হ্যা বোধক হলে তোমাকে যন্ত্রকৌশল দুনিয়ায় স্বাগতম! এখানেই শেখানো হয় কিভাবে মটরগাড়ি, প্লেন, রকেট সহ যেকোনো অটোমোবাইল তৈরি এবং ডেভেলপ করতে হয়! অনেকের নাসা সম্পর্কে কৌতুহলের শেষ নেই, একবার কি ভেবে দেখেছ এইসব রকেট অথবা যেকোনো মহাকাশযান তৈরির পেছনে প্রধানত কোন ইঞ্জিনিয়াররা জরিয়ে আছে? হ্যা, এক্ষেত্রেও মেকানিকাল! অর্থাৎ তুমি ছোটবেলা থেকে যেসকল আকাশজয়ের স্বপ্ন লালন করে আছ, যন্ত্রকৌশলী হয়ে সেগুলোর খুব কাছে চলে যেতে পারো!!
.
অনেক স্বপ্ন হলো এবার বাস্তবতায় ফিরে আসি, যন্ত্রকৌশল নাম দেখে শুধু যন্ত্র নিয়েই পড়ে থাকবে এমনটি যারা ভেবে রেখেছ অথবা তোমার প্রিয় সেই গণিত, পদার্থবিজ্ঞান অথবা রসায়ন কে বিদায় দিয়ে যেকোন একটি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হবে এই ধারণা সম্পূর্ণ ভূল,আর বিষয়টি যখন যন্ত্রকৌশল তখন এই ধারণা অনেকটা হাস্যকর! কারণ এসকল বিষয়য়ের সাথে যন্ত্রকৌশল ওতপ্রোত ভাবে জড়িত। একটু ক্যালকুলেশনের ভুল বিশাল কোন বিমান যেমন ভূপাতিত করতে পারে, তেমনি কয়েক মিলি সেকেন্ডের ব্যবধান যেকোন রেসিং কার অথবা রকেটের জন্য বিশাল ব্যার্থতা ডেকে আনতে পারে।
.
অন্যদিকে যন্ত্রকৌশলে আসবে অথচ গণনাযন্ত্র (কম্পিউটার) বিষয়ে বিস্তারিত জানবেনা তা কি করে হয়! হ্যা, এখানে মেজর কোর্স হিসেবেই প্রোগ্রামিং শেখানো হয়!
এছাড়াও মেজর হিসেবে মেশিন ডিজাইনিং এর জন্য অটোক্যাড, সলিডওয়ার্কস এর মত বাঘা বাঘা সফটওয়্যার শেখানো হয়, সাথে কোডব্লক্স, ম্যাটল্যাব ইত্যাদি এনালিটিকাল সফটওয়্যার তো রয়েছেই!! অন্যদিকে মাইনোর হিসেবে থাকবে ইলেক্ট্রিক্যাল সার্কিট সলভিং। যেখানে তোমাকে যেকোনো জটিলতর সার্কিটের সরলতম সমাধান কিভাবে করতে হয় তা শেখানো হয়। এছাড়াও ইলেকট্রনিকস এর আরও অনেক কিছুই শেখানো হয়, যেগুলো এখানে লিখে শেষ করা যাবেনা!
এবার আসি ড্রয়িং নিয়ে, মেশিন নিয়ে পড়বে অথচ মেশিন ডিজাইন করবেনা তা কি করে হয়? হ্যা, একজন আর্কিটেক্ট এর মত তোমাকেও ড্রইং বিষয়ে জ্ঞানার্জন করতে হবে!
শুধু সাদা কাগজে আকাআকি করেই ক্ষান্ত হওয়া যাবেনা! সেটি আবার 2D/3D মডেল হিসেবে কম্পিউটারে গ্রাফিকাল আউটপুট আনতে হবে। ধর, একটি ট্রাক্টর এর বিভিন্ন অংশকে 3D মডেলিং করে পরবর্তিতে সবগুলো অংশ একত্রিত করে কম্পিউটারে জীবন্ত করে তুললে, কি মজা তাই না?.. এজন্য কিছু উচ্চ পর্যায়ের সফটওয়্যারের ব্যবহার শেখানো হবে, পূর্বেই উল্লেখ করেছি জন্য আর সেদিকে যাচ্ছিনা।
.
অন্যদিকে বিভিন্ন ওয়ার্কশপ তোমাকে হাতেকলমে দক্ষ করে তুলবে। শেখাবে, কিভাবে গলিত লোহা থেকে ইঞ্জিন স্ট্রাকচার তৈরি(কাস্টিং) করতে হয়! শেখাবে, জটিল কিছু মেশিন কিভাবে কন্ট্রোল করতে হয়, যেগুলো কত দামী হতে পারে হয়ত আন্দাজই করতে পারবেনা।এছাড়াও আরও অনেক কিছুই ওয়ার্কশপ থেকে জানতে পারবে।
.
অনেকেই এতক্ষণ একটি বিষয় নিশ্চই মিস করছিলে?.. রোবটিক্স!! ঠিক ধরেছি তো? সাস্টে পড়বে অথচ রোবটিক্স জানবেনা তা কি করে হয়? তুমি যদি রোবটিক্স কে শুধু সিএসই অথবা ইইই রিলেটেড মনে করে থাক এখনি সেটি ভুলে যাও! বরং রোবট তৈরিতে যেসব দক্ষতার প্রয়োজন তা তুমি মেকানিকালেই শিখে যাবে! পূর্বেই কোডিং এবং ইলেকট্রিকাল সার্কিট এর ব্যাপারে বলেছি; সাথে যুক্ত হবে ডিজাইনিং, ব্যালেন্সিং এবং অবশ্যই ক্রিয়েটিভিটি যেটা মেকানিকাল এর প্রাণ। ভবিষ্যতে রোবট বা ইন্ডাস্ট্রিয়াল রোবট অথবা এই রিলেটেড যেকোনো কিছু নিয়ে ক্যারিয়ার গড়তে চাইলে ম্যাকানিকালই তোমাকে পথ দেখাতে পারে! অন্যদিকে বর্তমানের অতি জনপ্রিয় বায়োমেডিকালও কিন্তু মেকানিকাল এবং ইইই এর কম্বিনেশন থেকেই উৎপত্তি ঘটেছে! তাই ভবিষ্যতে সহজেই বায়োমেডিকাল নিয়ে উচ্চতর ডিগ্রী নিয়ে গবেষক হয়ে উঠতে পারবে।
.
কি অবাক হচ্ছো? এতকিছু কিভাবে একটি ডিসিপ্লিনের আওতাভুক্ত হতে পারে! হ্যা,
মেকানিকালই হচ্ছে সবচেয়ে বহুমুখি ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট, যেটি থেকে তুমি পরবর্তীতে এই রিলেটেড যেকোন পছন্দসই ক্ষেত্রে সুইচ করে ফেলতে পার! মেকানিকেল ইঞ্জিনিয়ারিং অন্যতম বললে কম বলা হয়, অন্যতম এবং একমাত্র আদিম মৌলিক বিষয়। তুমি একটু লক্ষ করলেই দেখবে, সকল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মেকানিকালের ছোঁয়া রয়েছে। এর শাখা প্রশাখা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
.
যেহেতু সেক্টরটা একটু বড়, তো সিলেবাসটাও একটু বড় হবে এটাই স্বাভাবিক। তাই বলে এমন না যে খুব কঠিন। সবই সহজ, শুধু ইচ্ছাটা থাকতে হয় আরকি। আর ঐ হিসাব করলে তোমাকে ৫ মিনিট বেশি শ্রম দিতে
হবে পড়ায়। এতটুকু পারবে না??
.
আর, চাকরি?
শোন, যে বলবে মেকানিকেল এর চাকরি নাই। তাদের জন্য সমবেদনা। বোকার স্বর্গে বাস করে তারা। এত বিস্তরভাবে
চাকরির সুযোগ আর কোন ডিপার্টমেন্ট এ পসিবল না... একটা সহজ হিসাব দেই। ২০০৯ সালের হিসাব মতে USA তে প্রায় ১৬ লক্ষ প্রকৌশলী কর্মরত আছেন। তার মধ্যে ২৩৯০০০ অর্থাৎ ১৫% যন্ত্রপ্রকৌশলী।
এটাই দ্বিতীয় সর্ববৃহৎ বিভাগ। ২০০৯ অনুযায়ী প্রতি দশকে ৬% হারে যন্ত্রপ্রকৌশলীদের কর্মসংস্থান বাড়ছে। স্নাতক ডিগ্রির পরই প্রাথমিক বেতন বছরে ৫৮৮০০ মার্কিন ডলার। গড় বেতন বছরে ৭৪০০০ মার্কিন ডলার, সর্বোচ্চ ৮৬০০০ সর্বনিম্ন ৬৩০০০ মার্কিন ডলার বছরে।
আর, ২০০৯ সালের হিসাব এটা। এখন ২০১৮,,, তোমরা বের হবে ২০২২ সালে!! তো একটু চিন্তা করে দেখো।
দেশে এখনই চাকরির অভাব নাই। বাজার ঘুরে আসতে পার। পেপারে দেখতে পার।
সবগুলো তে যন্ত্রকৌশল পাবে। EEE/ME, ME/IPE,CSE/ME, CE/ME. এরকম লেখা দেখতে পাবে।
আর ME based চাকরি তো আছেই। দেখে নিও। চাকরির অভাব নাই ঠিক আছে,
কিন্তু ভাল কিছু লুফে নিতে হলে কষ্ট করতেই হবে, তুমি যেটাতেই পড় না কেন!
মিডল ইস্ট, আমেরিকাতে যন্ত্রকৌশল মানেই সোনায় সোহাগা। ধরো তেলের খনিতে কোনভাবে ঢুকতে পারলে তো টাকার বিছানায় ঘুমোতে পারবে। তবে সবকিছুর উপরে তোমাকে যোগ্য হতে হবে। আর উচ্চশিক্ষার স্কলারশিপ এই সেক্টরে সবচেয়ে বেশি, কারন টপিক বেশি মানে অপর্চুনিটি বেশি!
আর দেশে মাত্র কয়েক জায়গায় যন্ত্রকৌশল পড়ানো হয়। এর কারন একজন যন্ত্রকৌশল ছাত্রের পিছনে প্রচুর টাকা ঢালতে হয়, বিস্তর ফিল্ডওয়ার্ক করতে হয় যার যোগান এই দেশে অনেক কষ্টকর। ছাত্র কম তো প্রতিযোগীও কম। ভেবে দেখতে পার। এটা এডভান্টেজ!
.
আরও বিস্তারিত ভাবে বললেঃ Mechanical Engineer দের জন্য দেশে এবং দেশের বাইরে বিস্তৃত কর্মক্ষেত্র পড়ে থাকা সত্ত্বেও অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে, দেশে নাকি মেকানিক্যাল এর চাকরি নাই। শোনা কথায় কান না দিয়ে একবার bdjobs এ ঢুঁ মেরে আসো প্লিজ। তারপরও একটু বলে রাখা ভাল, Mechanical এর সবগুলো সাব- ডিসিপ্লিন এর জব সেক্টর নিয়ে বললে শেষ করা যাবে না। শুধুমাত্র HVAC সেক্টর নিয়ে যদি বলি, তবে বাংলাদেশে যেসব তোমার জন্য রয়েছে-
- WALTON Hi- Tech Industries LTD.
- PRAN RFL LTD.
- British American Tobaco Bangladesh
- Chevron Bangladesh
- HVAC Systems LTD.
- AMAZE Corporation LTD.
- OBSIDIAN
- Landmark Bangladesh LTD
- United Summit Coastal Oil
- Bright Green Energy Foudation
- The AIRCONS LTD.
- E- Cool Resources LTD
- New G Boiler LTD
- Swiftex Situation
- Transpower Engineering Corporation
- Crossing Point Limited
- Ecobit Limited
- EMACO Engineering of Technology
এরকম অসংখ্য প্রাইভেট কোম্পানি। যদি সরকারি চাকরি করার ইচ্ছা থাকে, তাও করতে পারো মেকানিক্যাল পড়ে।
তোমার জন্য রয়েছে-
- BCS (Technical+General )
- BAPEX
- Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC)
-Bangladesh Power Devolopment Board (BPDB)
- Bangladesh Rural Electrification Board (REB)
- Power Grid Company of Bangladesh Limited (PGCB)
- Electricity Generation Company of Bangladesh (EGCB)
- Petro-Bangla
এরকম অসংখ্য জায়গায় লোভনীয় বেতনে চাকুরী করার সুযোগ। এছাড়াও 'বস্ত্র' রপ্তানিতে পৃথিবীর প্রায় শীর্ষ অবস্থানে থাকা আমাদের এই বাংলাদেশে রয়েছে অসংখ্য টেক্সটাইল কোম্পানি, যেগুলোতে প্রতিবছর প্রায় কয়েকহাজার Mechanical Engineer নিয়োগ করা হয়ে থাকে। স্মার্ট স্যালারীতে Textile sector এ ক্যারিয়ার গড়তে চাইলে Mechanical Engineering পড়ে তুমি জয়েন করতে পারো-
- DBL group
- Noman group
- NASSA group
- Beximco Textile
- Square Textile
- Sinha group
- Thermax group
- Viyellatex group
- Knit Concern group
- Sunman group
- Tanz Apparels
- East Bengal International
- One Tex BD Limited
এরকম অসংখ্য National, Multinational & International কোম্পানিতে। মেকানিক্যাল ইঞ্জিয়ারদের জব স্যালারীর ব্যাপারে ধারণা দেওয়ার জন্য (money.usnews) এর তথ্যটুকু তুলে ধরা যেতে পারে-
BLS (Bureau of Labour Statistics) এর তথ্যমতে ২০১৫ সালের হিসাব অনুযায়ী, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এর গড় বেতন $83,590. একইসাথে ওইবছর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সর্বোচ্চ বেতন ছিল $128,430 এবং সর্বনিম্ন বেতন $53,640.
.
***আর আমাদের দেশে একটা বড় misconception হচ্ছে, মেয়েরা নাকি Mechanical পড়তে পারে না! অথচ USA এর বিভিন্ন ইউনিভার্সিটিতে Mechanical Faculty তে মেয়েদের পারসেন্টেজ প্রায় ৩৫-৪০%, যা ২০২০ সালের দিকে ৪৫-৪৬% -য়ে গিয়ে ঠেকবে বলে ধারণা করা হচ্ছে পূর্বের রেকর্ড অনুযায়ী। এর প্রধাণ কারন Mechanical এ Research সেক্টর সবচেয়ে বেশি।***
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, Mechanical Engineering এমন একটা সাবজেক্ট যেটা পড়ে তুমি চাইলে CSE, EEE, IPE, Chemical, Civil, Petroleum Engineering রিলেটেড অনেক জবও করতে পারবে। কারণ মেকানিক্যাল এ তুমি পাচ্ছো নিম্নোক্ত বিষয়গুলোর ওপর রিসার্চ এবং হায়ার স্টাডিজ এর সুযোগ-
- Acoustical engineering
- Aerospace engineering
- Automotive engineering
- Biomechanics
- Biomedical engineering
- Computational fluid dynamics
- Fluid dynamics
- Finite element analysis
- Friction stir welding (FSW)
- Green and Sustainable Technologies
- HVAC
- Heat transfer
- Industrial gas
- Industrial engineering
- Mass transfer
- Materials science
- Manufacturing process
- Mechatronics
- Metallurgy
- Microfluidics
- Marine engineering
- Nanotechnology
- Natural gas processing
- Nuclear reprocessing
- Neuclear engineering
- Ocean Engineering
- Oil exploration
- Oil refinery
- Power generation
- Process control
- Process design
- Process development
- Process engineering
- Production engineering
- Renewable energy
- Safety engineering
- Semiconductor device fabrication
- Syngas production
- Textile engineering
- Thermodynamics
- Transport phenomena
- Unit operations
- Water technology
.
এত ভাল কিছু শুনে আবার নিজের ছোটবেলার স্বপ্নকে মেকানিকেল এ কনভার্ট করিও না। যাদের এটাতে প্যাশন নাই তাদের এই সাব্জেক্ট নেয়ার কোন দরকার নেই। বিপদে পড়বা। কেউ তোমায় টেনে তুলবে না!
মনকে জিজ্ঞাসা কর তুমি কি চাও?
যন্ত্রকৌশল তোমার প্যাশন হলে তোমাকে এই যন্ত্রনাকৌশলে স্বাগতম। তবে একটা কথা, সবার দেখাদেখি সাব্জেক্ট নিও না। তোমার যেটা মন চায় সেটা নিবে। একটা খুব খারাপ ইস্যু লক্ষ্য করা যায়, সিরিয়াল অনুযায়ী সাব্জেক্ট নিচ্ছে কিছু না জেনেই,না বুঝেই। সবাই নিচ্ছে তাই সেও নিচ্ছে। আজব দুনিয়া!! টাকা তোমার পেছনে ঘুরবে নাকি তুমিই টাকার পেছনে ঘুরবা। সিদ্ধান্ত তোমার।
এগিয়ে যাও। সবার জন্য শুভকামনা।
.
Tahmid
(MEE,SUST
.
একবার ভেবে দেখেছ কি, ইঞ্জিনিয়ার শব্দটির উৎপত্তি হল কিভাবে? হুম ঠিক ধরেছ, ইঞ্জিন থেকে; আর এই ইঞ্জিন সম্পর্কিত বিষয়গুলো যে প্রধানত মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এই পড়ানো হয় সেটা নিশ্চই বলার অপেক্ষা রাখেনা! পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ারও কিন্তু একজন মেকানিকাল ইঞ্জিনিয়ার!(ওনার পরিচয় খোঁজার দায়িত্ব তোমাদের উপরই দিলাম)..যেহেতু ইঞ্জিনিয়ারিং এর উৎপত্তিই ঘটেছে এখান থেকে, তাই সাধারণত মাদার এবং অনেক ক্ষেত্রে ফাদার অফ ইঞ্জিনিয়ারিং বলতে মেকানিকাল কেই বোঝানো হয়।
.
এবার কিছু প্রশ্নের উত্তর দাওঃ
১) তোমার ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন কি ছোটবেলার সেইসব খেলনা গাড়ি,প্লেন ইত্যাদি নিয়ে গুঁতোগুঁতি থেকে এসেছে?
২) তোমার কি যে কোন যন্ত্রপাতি দেখলেই সেটি খুলে ভেতরের রহস্য উদঘাটনের প্রবল ইচ্ছা জাগে?(পুনরায় লাগাতে পারবে কিনা সেটা পরের বিষয়)
৩)তোমার কি সবকিছু বুঝে বুঝে পড়ার অভ্যাস? অথবা না বুঝে ঢালাও মুখস্ত একদমি সহ্য করতে পারনা?
.
এই সবগুলো প্রশ্নের উত্তর হ্যা বোধক হলে তোমাকে যন্ত্রকৌশল দুনিয়ায় স্বাগতম! এখানেই শেখানো হয় কিভাবে মটরগাড়ি, প্লেন, রকেট সহ যেকোনো অটোমোবাইল তৈরি এবং ডেভেলপ করতে হয়! অনেকের নাসা সম্পর্কে কৌতুহলের শেষ নেই, একবার কি ভেবে দেখেছ এইসব রকেট অথবা যেকোনো মহাকাশযান তৈরির পেছনে প্রধানত কোন ইঞ্জিনিয়াররা জরিয়ে আছে? হ্যা, এক্ষেত্রেও মেকানিকাল! অর্থাৎ তুমি ছোটবেলা থেকে যেসকল আকাশজয়ের স্বপ্ন লালন করে আছ, যন্ত্রকৌশলী হয়ে সেগুলোর খুব কাছে চলে যেতে পারো!!
.
অনেক স্বপ্ন হলো এবার বাস্তবতায় ফিরে আসি, যন্ত্রকৌশল নাম দেখে শুধু যন্ত্র নিয়েই পড়ে থাকবে এমনটি যারা ভেবে রেখেছ অথবা তোমার প্রিয় সেই গণিত, পদার্থবিজ্ঞান অথবা রসায়ন কে বিদায় দিয়ে যেকোন একটি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হবে এই ধারণা সম্পূর্ণ ভূল,আর বিষয়টি যখন যন্ত্রকৌশল তখন এই ধারণা অনেকটা হাস্যকর! কারণ এসকল বিষয়য়ের সাথে যন্ত্রকৌশল ওতপ্রোত ভাবে জড়িত। একটু ক্যালকুলেশনের ভুল বিশাল কোন বিমান যেমন ভূপাতিত করতে পারে, তেমনি কয়েক মিলি সেকেন্ডের ব্যবধান যেকোন রেসিং কার অথবা রকেটের জন্য বিশাল ব্যার্থতা ডেকে আনতে পারে।
.
অন্যদিকে যন্ত্রকৌশলে আসবে অথচ গণনাযন্ত্র (কম্পিউটার) বিষয়ে বিস্তারিত জানবেনা তা কি করে হয়! হ্যা, এখানে মেজর কোর্স হিসেবেই প্রোগ্রামিং শেখানো হয়!
এছাড়াও মেজর হিসেবে মেশিন ডিজাইনিং এর জন্য অটোক্যাড, সলিডওয়ার্কস এর মত বাঘা বাঘা সফটওয়্যার শেখানো হয়, সাথে কোডব্লক্স, ম্যাটল্যাব ইত্যাদি এনালিটিকাল সফটওয়্যার তো রয়েছেই!! অন্যদিকে মাইনোর হিসেবে থাকবে ইলেক্ট্রিক্যাল সার্কিট সলভিং। যেখানে তোমাকে যেকোনো জটিলতর সার্কিটের সরলতম সমাধান কিভাবে করতে হয় তা শেখানো হয়। এছাড়াও ইলেকট্রনিকস এর আরও অনেক কিছুই শেখানো হয়, যেগুলো এখানে লিখে শেষ করা যাবেনা!
এবার আসি ড্রয়িং নিয়ে, মেশিন নিয়ে পড়বে অথচ মেশিন ডিজাইন করবেনা তা কি করে হয়? হ্যা, একজন আর্কিটেক্ট এর মত তোমাকেও ড্রইং বিষয়ে জ্ঞানার্জন করতে হবে!
শুধু সাদা কাগজে আকাআকি করেই ক্ষান্ত হওয়া যাবেনা! সেটি আবার 2D/3D মডেল হিসেবে কম্পিউটারে গ্রাফিকাল আউটপুট আনতে হবে। ধর, একটি ট্রাক্টর এর বিভিন্ন অংশকে 3D মডেলিং করে পরবর্তিতে সবগুলো অংশ একত্রিত করে কম্পিউটারে জীবন্ত করে তুললে, কি মজা তাই না?.. এজন্য কিছু উচ্চ পর্যায়ের সফটওয়্যারের ব্যবহার শেখানো হবে, পূর্বেই উল্লেখ করেছি জন্য আর সেদিকে যাচ্ছিনা।
.
অন্যদিকে বিভিন্ন ওয়ার্কশপ তোমাকে হাতেকলমে দক্ষ করে তুলবে। শেখাবে, কিভাবে গলিত লোহা থেকে ইঞ্জিন স্ট্রাকচার তৈরি(কাস্টিং) করতে হয়! শেখাবে, জটিল কিছু মেশিন কিভাবে কন্ট্রোল করতে হয়, যেগুলো কত দামী হতে পারে হয়ত আন্দাজই করতে পারবেনা।এছাড়াও আরও অনেক কিছুই ওয়ার্কশপ থেকে জানতে পারবে।
.
অনেকেই এতক্ষণ একটি বিষয় নিশ্চই মিস করছিলে?.. রোবটিক্স!! ঠিক ধরেছি তো? সাস্টে পড়বে অথচ রোবটিক্স জানবেনা তা কি করে হয়? তুমি যদি রোবটিক্স কে শুধু সিএসই অথবা ইইই রিলেটেড মনে করে থাক এখনি সেটি ভুলে যাও! বরং রোবট তৈরিতে যেসব দক্ষতার প্রয়োজন তা তুমি মেকানিকালেই শিখে যাবে! পূর্বেই কোডিং এবং ইলেকট্রিকাল সার্কিট এর ব্যাপারে বলেছি; সাথে যুক্ত হবে ডিজাইনিং, ব্যালেন্সিং এবং অবশ্যই ক্রিয়েটিভিটি যেটা মেকানিকাল এর প্রাণ। ভবিষ্যতে রোবট বা ইন্ডাস্ট্রিয়াল রোবট অথবা এই রিলেটেড যেকোনো কিছু নিয়ে ক্যারিয়ার গড়তে চাইলে ম্যাকানিকালই তোমাকে পথ দেখাতে পারে! অন্যদিকে বর্তমানের অতি জনপ্রিয় বায়োমেডিকালও কিন্তু মেকানিকাল এবং ইইই এর কম্বিনেশন থেকেই উৎপত্তি ঘটেছে! তাই ভবিষ্যতে সহজেই বায়োমেডিকাল নিয়ে উচ্চতর ডিগ্রী নিয়ে গবেষক হয়ে উঠতে পারবে।
.
কি অবাক হচ্ছো? এতকিছু কিভাবে একটি ডিসিপ্লিনের আওতাভুক্ত হতে পারে! হ্যা,
মেকানিকালই হচ্ছে সবচেয়ে বহুমুখি ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট, যেটি থেকে তুমি পরবর্তীতে এই রিলেটেড যেকোন পছন্দসই ক্ষেত্রে সুইচ করে ফেলতে পার! মেকানিকেল ইঞ্জিনিয়ারিং অন্যতম বললে কম বলা হয়, অন্যতম এবং একমাত্র আদিম মৌলিক বিষয়। তুমি একটু লক্ষ করলেই দেখবে, সকল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মেকানিকালের ছোঁয়া রয়েছে। এর শাখা প্রশাখা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
.
যেহেতু সেক্টরটা একটু বড়, তো সিলেবাসটাও একটু বড় হবে এটাই স্বাভাবিক। তাই বলে এমন না যে খুব কঠিন। সবই সহজ, শুধু ইচ্ছাটা থাকতে হয় আরকি। আর ঐ হিসাব করলে তোমাকে ৫ মিনিট বেশি শ্রম দিতে
হবে পড়ায়। এতটুকু পারবে না??
.
আর, চাকরি?
শোন, যে বলবে মেকানিকেল এর চাকরি নাই। তাদের জন্য সমবেদনা। বোকার স্বর্গে বাস করে তারা। এত বিস্তরভাবে
চাকরির সুযোগ আর কোন ডিপার্টমেন্ট এ পসিবল না... একটা সহজ হিসাব দেই। ২০০৯ সালের হিসাব মতে USA তে প্রায় ১৬ লক্ষ প্রকৌশলী কর্মরত আছেন। তার মধ্যে ২৩৯০০০ অর্থাৎ ১৫% যন্ত্রপ্রকৌশলী।
এটাই দ্বিতীয় সর্ববৃহৎ বিভাগ। ২০০৯ অনুযায়ী প্রতি দশকে ৬% হারে যন্ত্রপ্রকৌশলীদের কর্মসংস্থান বাড়ছে। স্নাতক ডিগ্রির পরই প্রাথমিক বেতন বছরে ৫৮৮০০ মার্কিন ডলার। গড় বেতন বছরে ৭৪০০০ মার্কিন ডলার, সর্বোচ্চ ৮৬০০০ সর্বনিম্ন ৬৩০০০ মার্কিন ডলার বছরে।
আর, ২০০৯ সালের হিসাব এটা। এখন ২০১৮,,, তোমরা বের হবে ২০২২ সালে!! তো একটু চিন্তা করে দেখো।
দেশে এখনই চাকরির অভাব নাই। বাজার ঘুরে আসতে পার। পেপারে দেখতে পার।
সবগুলো তে যন্ত্রকৌশল পাবে। EEE/ME, ME/IPE,CSE/ME, CE/ME. এরকম লেখা দেখতে পাবে।
আর ME based চাকরি তো আছেই। দেখে নিও। চাকরির অভাব নাই ঠিক আছে,
কিন্তু ভাল কিছু লুফে নিতে হলে কষ্ট করতেই হবে, তুমি যেটাতেই পড় না কেন!
মিডল ইস্ট, আমেরিকাতে যন্ত্রকৌশল মানেই সোনায় সোহাগা। ধরো তেলের খনিতে কোনভাবে ঢুকতে পারলে তো টাকার বিছানায় ঘুমোতে পারবে। তবে সবকিছুর উপরে তোমাকে যোগ্য হতে হবে। আর উচ্চশিক্ষার স্কলারশিপ এই সেক্টরে সবচেয়ে বেশি, কারন টপিক বেশি মানে অপর্চুনিটি বেশি!
আর দেশে মাত্র কয়েক জায়গায় যন্ত্রকৌশল পড়ানো হয়। এর কারন একজন যন্ত্রকৌশল ছাত্রের পিছনে প্রচুর টাকা ঢালতে হয়, বিস্তর ফিল্ডওয়ার্ক করতে হয় যার যোগান এই দেশে অনেক কষ্টকর। ছাত্র কম তো প্রতিযোগীও কম। ভেবে দেখতে পার। এটা এডভান্টেজ!
.
আরও বিস্তারিত ভাবে বললেঃ Mechanical Engineer দের জন্য দেশে এবং দেশের বাইরে বিস্তৃত কর্মক্ষেত্র পড়ে থাকা সত্ত্বেও অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে, দেশে নাকি মেকানিক্যাল এর চাকরি নাই। শোনা কথায় কান না দিয়ে একবার bdjobs এ ঢুঁ মেরে আসো প্লিজ। তারপরও একটু বলে রাখা ভাল, Mechanical এর সবগুলো সাব- ডিসিপ্লিন এর জব সেক্টর নিয়ে বললে শেষ করা যাবে না। শুধুমাত্র HVAC সেক্টর নিয়ে যদি বলি, তবে বাংলাদেশে যেসব তোমার জন্য রয়েছে-
- WALTON Hi- Tech Industries LTD.
- PRAN RFL LTD.
- British American Tobaco Bangladesh
- Chevron Bangladesh
- HVAC Systems LTD.
- AMAZE Corporation LTD.
- OBSIDIAN
- Landmark Bangladesh LTD
- United Summit Coastal Oil
- Bright Green Energy Foudation
- The AIRCONS LTD.
- E- Cool Resources LTD
- New G Boiler LTD
- Swiftex Situation
- Transpower Engineering Corporation
- Crossing Point Limited
- Ecobit Limited
- EMACO Engineering of Technology
এরকম অসংখ্য প্রাইভেট কোম্পানি। যদি সরকারি চাকরি করার ইচ্ছা থাকে, তাও করতে পারো মেকানিক্যাল পড়ে।
তোমার জন্য রয়েছে-
- BCS (Technical+General )
- BAPEX
- Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC)
-Bangladesh Power Devolopment Board (BPDB)
- Bangladesh Rural Electrification Board (REB)
- Power Grid Company of Bangladesh Limited (PGCB)
- Electricity Generation Company of Bangladesh (EGCB)
- Petro-Bangla
এরকম অসংখ্য জায়গায় লোভনীয় বেতনে চাকুরী করার সুযোগ। এছাড়াও 'বস্ত্র' রপ্তানিতে পৃথিবীর প্রায় শীর্ষ অবস্থানে থাকা আমাদের এই বাংলাদেশে রয়েছে অসংখ্য টেক্সটাইল কোম্পানি, যেগুলোতে প্রতিবছর প্রায় কয়েকহাজার Mechanical Engineer নিয়োগ করা হয়ে থাকে। স্মার্ট স্যালারীতে Textile sector এ ক্যারিয়ার গড়তে চাইলে Mechanical Engineering পড়ে তুমি জয়েন করতে পারো-
- DBL group
- Noman group
- NASSA group
- Beximco Textile
- Square Textile
- Sinha group
- Thermax group
- Viyellatex group
- Knit Concern group
- Sunman group
- Tanz Apparels
- East Bengal International
- One Tex BD Limited
এরকম অসংখ্য National, Multinational & International কোম্পানিতে। মেকানিক্যাল ইঞ্জিয়ারদের জব স্যালারীর ব্যাপারে ধারণা দেওয়ার জন্য (money.usnews) এর তথ্যটুকু তুলে ধরা যেতে পারে-
BLS (Bureau of Labour Statistics) এর তথ্যমতে ২০১৫ সালের হিসাব অনুযায়ী, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এর গড় বেতন $83,590. একইসাথে ওইবছর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সর্বোচ্চ বেতন ছিল $128,430 এবং সর্বনিম্ন বেতন $53,640.
.
***আর আমাদের দেশে একটা বড় misconception হচ্ছে, মেয়েরা নাকি Mechanical পড়তে পারে না! অথচ USA এর বিভিন্ন ইউনিভার্সিটিতে Mechanical Faculty তে মেয়েদের পারসেন্টেজ প্রায় ৩৫-৪০%, যা ২০২০ সালের দিকে ৪৫-৪৬% -য়ে গিয়ে ঠেকবে বলে ধারণা করা হচ্ছে পূর্বের রেকর্ড অনুযায়ী। এর প্রধাণ কারন Mechanical এ Research সেক্টর সবচেয়ে বেশি।***
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, Mechanical Engineering এমন একটা সাবজেক্ট যেটা পড়ে তুমি চাইলে CSE, EEE, IPE, Chemical, Civil, Petroleum Engineering রিলেটেড অনেক জবও করতে পারবে। কারণ মেকানিক্যাল এ তুমি পাচ্ছো নিম্নোক্ত বিষয়গুলোর ওপর রিসার্চ এবং হায়ার স্টাডিজ এর সুযোগ-
- Acoustical engineering
- Aerospace engineering
- Automotive engineering
- Biomechanics
- Biomedical engineering
- Computational fluid dynamics
- Fluid dynamics
- Finite element analysis
- Friction stir welding (FSW)
- Green and Sustainable Technologies
- HVAC
- Heat transfer
- Industrial gas
- Industrial engineering
- Mass transfer
- Materials science
- Manufacturing process
- Mechatronics
- Metallurgy
- Microfluidics
- Marine engineering
- Nanotechnology
- Natural gas processing
- Nuclear reprocessing
- Neuclear engineering
- Ocean Engineering
- Oil exploration
- Oil refinery
- Power generation
- Process control
- Process design
- Process development
- Process engineering
- Production engineering
- Renewable energy
- Safety engineering
- Semiconductor device fabrication
- Syngas production
- Textile engineering
- Thermodynamics
- Transport phenomena
- Unit operations
- Water technology
.
এত ভাল কিছু শুনে আবার নিজের ছোটবেলার স্বপ্নকে মেকানিকেল এ কনভার্ট করিও না। যাদের এটাতে প্যাশন নাই তাদের এই সাব্জেক্ট নেয়ার কোন দরকার নেই। বিপদে পড়বা। কেউ তোমায় টেনে তুলবে না!
মনকে জিজ্ঞাসা কর তুমি কি চাও?
যন্ত্রকৌশল তোমার প্যাশন হলে তোমাকে এই যন্ত্রনাকৌশলে স্বাগতম। তবে একটা কথা, সবার দেখাদেখি সাব্জেক্ট নিও না। তোমার যেটা মন চায় সেটা নিবে। একটা খুব খারাপ ইস্যু লক্ষ্য করা যায়, সিরিয়াল অনুযায়ী সাব্জেক্ট নিচ্ছে কিছু না জেনেই,না বুঝেই। সবাই নিচ্ছে তাই সেও নিচ্ছে। আজব দুনিয়া!! টাকা তোমার পেছনে ঘুরবে নাকি তুমিই টাকার পেছনে ঘুরবা। সিদ্ধান্ত তোমার।
এগিয়ে যাও। সবার জন্য শুভকামনা।
.
Tahmid
(MEE,SUST
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন