সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

C-DRIVE এর জায়গা বাড়িয়ে নিন উইন্ডোজ সেটআপ ছাড়া ।

আসসালামুআলাইকুম
সকলে কেমন আছেন ।  নিশ্চয়ই ভাল!

না না ভাল নেই আপনি ? ভাল না থাকলেও সমস্যা নেই।কারন আপনাদের জন্য আজকে একটি চরম টিউন নিয়ে আসছি।
তাহলে চলুন শুরু করা যাক । অনেকের দেখা যায় c-drive একেবারে মনে হয় ডাস্টবিনের মতো অবস্থা কারন কোন জায়াগা নাই। আর জায়গা থাকলও  অনেক ভালো সফটওয়্যার চালাতে পারছেননা কারন বার বার পিসি জিম ধরে রিস্টার্ট নেয়। রিসাইকেল বিন খালি করেও কোন লাভ হচ্ছে না । তাদের জন্য আমার এই ছোট্ট টিউন । আজ আমি আপনাদেরকে দেখাবে কিভাবে সেটআপ ছায়া কোন সমস্যা ছাডাই সি ড্রাইবের জায়গা বাডান আপনার ইচ্ছামত ।


আমি যে পার্টিশন সফট এর কথা বলছি তা হল এই যে আপনি এই সফট ব্যবহার করে আপনার C ড্রাইভ এর জায়গা এবং কি আপনার যে কোন ড্রাইভ এর পার্টিশন স্পেস বাড়াতে বা কমাতে পারবেন ।

আপনার যত টুকু প্রয়োজন অতটুকু বাড়িয়ে নিতে পারেন ।
নিচের স্ক্রীন সটটি দেখুন ।





সফটওয়্যার টি এখান থেকে  ডাউনলোড  করুন।

তাহলে চলুন কাজে নেমে পড়ি

১) সফটওয়্যার টি ডাউনলোড করুন এবং ইন্সটল দিন ।

২) এরপর ওপেন করুন এবং যে ড্রাইভ টির জায়গা কমাতে চান সেই ড্রাইভ টি সিলেক্ট করুন এবং move/resize e ক্লিক করুন


৩ )এরপর বাম দিক হতে যতটুকু আপনার প্রয়োজন তততুকু কমিয়ে নিন এবং ok তে ক্লিক করুন


৪) এইভাবে একটি UNLOCATED একটি ডিস্ক তৈরি হবে । সেটিতে আর কিছু করবেন না।


৫) এরপর UNLOCATED ডিস্ক এর উপরের ডিস্ক টি তে চলে যান এবং আবার move/resize এ ক্লিক করুন দেখবেন যে সেখানে অতিরিক্ত কিছু স্পেস ক্রিয়েট হয়েছে । সেটিকে মাউস এর লেফট বাটন ধরে ডান দিকে চাপিয়ে দিন।

৬) একই প্রসেস করে C ড্রাইভ পর্যন্ত যান এবং শেষ হবে Appy এ ক্লিক করে ওকে করুন ব্যাস কাজ শুরু হয়ে যাবে ।

প্রসেস শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।

বিশেষ দ্রষ্টব্য  ঃ ১ এই প্রসেস চলাকালিন সময় খেয়াল রাখবেন যেন কোন প্রোগ্রাম রান করা না থাকে   তাহলে পার্টিশন এর কাজ টি স্লো হয়ে যাবে 
 
২ এই কাজটি শেষ না হওয়া পর্যন্ত CANCEL করবেন না অন্নথায় অনেক ফাইল ই CORRUPTED  হয়ে যাবে তাই সাবধান । দয়া করে প্রসেস চলাকালীন সময় CANCEL করবেন না । 
আর যদি মনে হয় ভিডিও টিউটরিয়াল হলে ভাল হত তাহলে নিম্নের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। 


 আমার  সংরক্ষিত একটি ভিডিও টিউটরিয়াল   ডাউনলোড করুন

 আমার এই টিউনটি যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.