বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪

গুগল ও ইয়াহুকে ভারত সরকারের না!

ভারতে সরকারি পর্যায়ে কাজের ক্ষেত্রে নিষিদ্ধ হতে পারে গুগল ও ইয়াহু এর ইমেইল সেবা। সরকারী তথ্য, বিশেষ করে উচ্চ পর্যায়ের স্পর্শকাতর তথ্যের সুরক্ষা প্রদানের জন্যই এমনটা করা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় অনলাইন নিউজ পোর্টালগুলো।
নিউজ পোর্টালগুলোর তথ্য অনুযায়ী, চলতি মাসেই ভারতের তথ্যপ্রযুক্তি দপ্তর উক্ত প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পেশ করতে পারে।
সরকারি যোগাযোগ বিশেষত প্রতিরক্ষা বাহিনীর সুরক্ষার জন্য জিমেইল ও ইয়াহু মেইল নিষিদ্ধ করার ব্যাপারে ভাবছে ভারত সরকার। প্রতিরক্ষা ক্ষেত্রে আলাদা মেল সার্ভার রয়েছে।
এই সার্ভারকেই একমাত্র যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে তথ্যপ্রযুক্তি দপ্তর। এছাড়া অন্যান্য সরকারী বিভাগগুলোতেও একই নিয়ম কার্যকর করতে আগ্রহী তারা।
মূলত সাইবার ক্রাইম ও হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা পেতেই  এই বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। সম্প্রতি রাশিয়ান হ্যাকারদল দ্বারা ৫০ লাখ জিমেইল ব্যবহারকারীর ‘পাসওয়ার্ড’ হ্যাক হবার পর থেকেই এ বিষয়ে ভাবতে শুরু করে ভারত।
তবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন অনেকটা কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ বলে মনে করেন অনেকেই। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে প্রায় ৬ লাখ কর্মকর্তা-কর্মচারীকে তাদের মেইল আইডি বদলাতে হবে। এই পরিকল্পনা কার্যকরী করতে ৫০-১০০ কোটি টাকার বাজেটও নির্ধারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই আর্টিকেলটি প্রথমে প্রকাশিত হয়েছিল এখানে

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.