বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪

আসছে মটোরোলার ‘মটো জি’ সিরিজের পরবর্তী হ্যান্ডসেট

Motorola+Moto+G+review-tech tuens


সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান মটোরোলা তাদের মটো জি সিরিজের পরবর্তী হ্যান্ডসেট ‘মটো জি২’ শীঘ্রই বাজারে আনার ঘোষণা দিয়েছে।

৫ ইঞ্চি ডিসপ্লের হ্যান্ডসেটটিতে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, এক গিগাবাইট র‍্যাম, ৮ গিগাবাইট ইন্টারনাল মেমরি এছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে কিককেট ৪.৪.৪ ভার্সন।

গত মঙ্গলবার মটোরোলার ওয়েবসাইটে হ্যালোমটোএইচকে লোগো সংবলিত হ্যান্ডসেটটির ছবি প্রকাশিত হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর বাজারে আসার কথা রয়েছে হ্যান্ডসেটটির।

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.