![]() |
| The Xenon Gas |
কেননা সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাকলিন হসপিটাল ইন ম্যাসাচুসেটসের গবেষকরা দুঃখের স্মৃতি মুছতে জেনোন গ্যাসের ব্যাপক ব্যাবহারিক সফলতা পেয়েছেন।
এ প্রসঙ্গে প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, চিকিৎসা বিজ্ঞানে চেতনা নাশক হিসেবে জেনোন গ্যাস ব্যবহার হয়ে আসছে অনেক আগে থেকেই। তবে এই প্রথম সরাসরি মানুষের স্মৃতি মুছতে জেনোন গ্যাস ব্যবহারের পরীক্ষা নিরিক্ষা চালাচ্ছেন গবেষকরা।
উল্লেখ্য গবেষকদল প্রাথমিকভাবে এই গবেষণা চালায় একদল ইঁদুরের উপর। যাতে দেখা যায় জেনোন গ্যাস ব্যবহারের ফলে ইঁদুরগুলো ভয়ের স্মৃতি ভুলে যাচ্ছে। তাই গবেষকদল মানুষের স্মৃতি মুছতে জেনোন গ্যাসের সফলতার ব্যাপারে আরও আশাবাদী হয়ে উঠেছেন।
এ ব্যাপারে তারা বলেন, ‘মূলত রোগী শ্বাস নেওয়ার সময় অক্সিজেনের সঙ্গে জেনোন গ্যাস গ্রহণ করবেন এবং একই সাথে কষ্টের স্মৃতিগুলো মনে করার চেষ্টা করবেন। পুরোনো স্মৃতি মনে করার সময় মানুষের মস্তিষ্ক সেই স্মৃতিগুলোকে আবার নতুন স্মৃতি হিসেবে তৈরি করে। আর জেনন গ্যাস সেই নতুন স্মৃতি তৈরি হওয়ার পদ্ধতিটাই আটকে দেবে।’
তবে গবেষকদল দাবী করেছেন, স্মৃতি মুছতে জেনন গ্যাসের উল্লেখযোগ্য সফলতা পেতে আরও ব্যাপক পরিসরে গবেষণার প্রয়োজন। অন্যদিকে বিজ্ঞানীরা এ প্রদ্ধতিটি নিয়ে খুব বেশি আশাবাদী।


0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন