বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪



সুপ্রিয় টেকবিডি এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন। আমরা সবাই তো Auto CAD সমর্পকে মোটা-মোটি জানি।ভালো কিছু শেখা যাবে আশাকরি এই বই থেকে।বইটিতে ইংজেরিতে সুন্দর ভাবে Auto CAD এর বিভিন্ন কাজের নিয়ম-কানুন উপস্থাপন করা হয়েছে।
  • আপনি যখন Auto CAD এর কাজ করবেন তখন কাজের মাঝে যদি কোন সম্যসা হয় তখন এই বইটি আপনাকে সহযোগিতা করবে।কেউ মিস করবেন না ।আপনাদের কাজে লাগবে যদি আপনার না লাগে, তাহলে আপনার ভাইকে বিষয় টি জানান।আসলে সবাই বই পরে শিখে কিন্ত এই বইটি একবার দখেন।
  •  
  • ছবিটি দেখেন তাহলে আরো আইডিয়া হবে এই বই সমপর্কে......


Auto CAD 2010
English
Genre: eLearning
File size: 17MB
Downlod:
আপনাদের সুবিধার্থে Mediafire
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে
“আল্লাহ হাফেজ”।

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.